For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের আউট বিতর্ক, শেষ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচের ফল কী হয়েছিল

বাইশ গজে ভারত-বাংলাদেশ মানেই এখন অন্য উত্তাপ! ক্রিকেট বিশ্লেষকদের চোখে ভারত-পাকিস্তানের পর এটাই এখন উপমহাদেশের ক্রিকেটে সুপারহিট রাইভেলরি!একনজরে ফিরে দেখা, শেষ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় ডুয়েল

  • |
Google Oneindia Bengali News

বাইশ গজে ভারত-বাংলাদেশ মানেই এখন অন্য উত্তাপ! ক্রিকেট বিশ্লেষকদের চোখে ভারত-পাকিস্তানের পর এটাই এখন উপমহাদেশের ক্রিকেটে সুপারহিট রাইভেলরি!একনজরে ফিরে দেখা, শেষ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় ডুয়েল-

রোহিতের আউট বিতর্ক, শেষ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচের ফল কী হয়েছিল

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, রোহিতের সেঞ্চুরি, ভারতের ৩০৭ রান-

২০১৫ বিশ্বকাপে মেলবোর্নে টস জিতে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৩০২ রান তুলেছিল ভারত। ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেছিলেন হিটম্যান রোহিত শর্মা। ১২৬ বলে রোহিতের ইনিংস সাজানো ছিল ১৪টি চার ও ৩টি ছয়ে। জবাবে বাংলাদেশ অলআউট ১৯৩ রানে। ভারত ম্যাচ জেতে ১০৯ রানে।

রোহিতের আউট নিয়ে বিতর্ক-

ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় জুড়ে তুমুল হৈচৈ হয়েছিল। ম্যাচের ৪০ তম ওভারে রুবেল হুসেনের কোমড় হাইটের ফুলটস বলে ছক্কা হাঁকাতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে বসেন হিটম্যান। অন ফিল্ড আম্পায়ার অবশ্য রুবেলের ডেলিভারিটি নো ডাকেন।

রিভিউ অবশিষ্ট না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেনি মাশরাফিরা। সেই সময় ৯০ রানে ব্যাটিং করছিলেন হিটম্যান। পরে জীবনদান পেয়ে ১৩৭ রান করেছিলেন রোহিত।কোয়ার্টারে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায়, রোহিতের নটআউট সিদ্ধান্তকে দায়ী করেছিল বাংলাদেশ।

English summary
India vs Bangladesh: Rohit Sharma surviving no-ball in 2015 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X