For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ: দক্ষতায় শান দিতে প্রস্তুত বিরাট কোহলি ব্রিগেড

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ৪ দিনের ম্যাচ। সিরিজের একমাত্র গা ঘামানো ম্যাচে নিজেদের দক্ষতায় শান দিতে প্রস্তুত বিরাট কোহলি ব্রিগেড।

  • |
Google Oneindia Bengali News

টি২০ সিরিজ শেষ, এবার শুরু অস্ট্রেলিয়ার মাটিতে আসল পরীক্ষা। অর্থাত, লাল বলের ক্রিকেট। ব্যাগি গ্রিনদের বিরুদ্ধে আর এবার ভাল খেলা টেলা নয়, একেবারে টেস্ট সিরিজ জয়কেই পাখির চোখ করেছে বিরাট কোহলির ভারত। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে প্রথম টেস্ট।

ভারত বনাম ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ: দক্ষতায় শান দিতে প্রস্তুত বিরাট কোহলি ব্রিগেড

তার আগে নিজেদের ক্রিকেট অস্ত্রে শান দিয়ে নেওয়ার একটিই সুযোগ পাচ্ছে ভারত। বুধবার থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে সিরিজের একমাত্র গা-ঘামানো ম্যাচ খেলতে নামছে বিরাট-বাহিনী। তবে একমাত্র ডার্সি শর্ট ছাড়া আর টেস্ট দলের আর কাউকে এই একাদশে রাখেনি অস্ট্রেলিয়া বোর্ড। ভআরতের অনুরোধে এই ম্যাচকে প্রথম শ্রেনীর ক্রিকেটের মর্যাদা দেওয়া হয়নি। ফলে সফরকারী সব খেলোয়াড়ই এই ম্যাচে অংশ নিতে পারবেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Prep underway as <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc^tfw">#TeamIndia</a> gear up for their tour game against CA XI <a href="https://t.co/R72vkck2Yu">pic.twitter.com/R72vkck2Yu</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1067322669559767040?ref_src=twsrc^tfw">November 27, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ভারতের কাছে এই ম্যাচ সাদা বলের ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটে মানিয়ে নেওয়ার একটি ভাল সুযোগ। দেশের মাটিতে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে পর পর তিনটি সাদা বলের টুর্নামেন্ট খেলেছে ভারত।

টি২০ সিরিজ অমিমাংসিতভাবে শেষ করার পর একদিন ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন বিরাটরা। কিন্তু মঙ্গলবারই আবার সফরকারী দলের সবাই অনুশীলনে নেমে পড়ে। মঙ্গলবার (২৭ নভেম্বর) প্রায় ঘন্টা তিনেক অনুশীলন করেছে ভারতীয় দল।

অনুশীলনে এদিন প্রথমে কেএল রাহুলের সঙ্গে মুরলি বিজয়কে ব্যাট করতে দেখা গিয়েছে। এর থেকে মনে করা হচ্ছে ফের হয়তো প্রথম একাদশে রাহুলের সঙ্গে ওপেন করতে আসবেন বিজয়।

সফরে ভারতীয় দল, শ্রীলঙ্কা থেকে নুয়ান সেনেভিরাত্নে নামে এক বাঁহাতি থ্রোডাউন স্পেশালিস্টকে এনেছে। এদিন ভারতের সব ব্যাটসম্যানকেই তাঁর সামনে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা যায়। সম্ভবত বাঁহাতি অজি জোরে বোলার মিচেল স্টার্কের বলের বিভিন্ন দুরুহ কোনের মোকাবিলা করাই ছিল লক্ষ্য।

এছাড়া টি২০ দলের অফস্পিনার ওয়াশিংটন সুন্দরকে ২৯ নভেম্বর অবধি রেখে দেওয়া হয়েছে দলের সঙ্গে। এদিন তিনি ও অশ্বিন ছাড়াও আরও দুই স্থানীয় অফস্পিনারকেও দীর্ঘক্ষণ ভারতীয় ব্য়াটসম্যানদের বল করতে দেখা গিয়েছে। ভাহরতীয় দল মনে করছে অ্যাজডিলেডের উইকেট ২০১৪ মতো ষুকনো হতে পারে। সেক্ষেত্রে অজি স্পিনার নাথান লায়ন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তাঁর জন্যই সম্ভবত বিরাট থেকে শুরু করে সব ভারতীয় ব্য়াটসম্যানই বাঁহাতির থ্রোডাউন সেরেই এসে হাজির হয়েছেন স্পিনের নেটে।

রোহিত শর্মা ও কেএল রাহুল এদিন বাকিদের থেকে একটু বাড়তি সময়ই কাটান অনুশীলনে। প্রথম দিকে জসপ্রিত-উমেশদের বলে টাইমিং-এর সমস্যা হচ্ছিল তাদের। কিন্তু কিছু পরেই তাঁরা মানিয়েও নেন।

টিমস:

ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, পৃথ্বি শ, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋষভ পন্থ, পার্থিব প্যাটেল, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ শামী, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হনুমা বিহারী।

ক্রিকেট অস্ট্রেলিয়া: স্যাম হোয়াইটম্যান (অধিনায়ক), ম্যাক্স ব্র্যান্ট, জেক কার্ডার, জ্যাকসন কোলম্যান, ড্যানিয়েল ফেলিনস, অ্যারন হার্ডি, জোনাথন মার্লো, হ্যারি নিলসেন, লুক রবিনস, ডার্সি শর্ট, অ্যারন সামারস, পরম উপ্পল।

English summary
India vs Cricket Australia XI 4-days match will begin on wednesday. Virat Kohli and boys are ready to fine tune their skills in the only warm-up game of the series. &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X