For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রয়, রুট-মর্গ্যান বনাম শামি-বুমরাহ, একনজরে ভারত-ইংল্যান্ডের শক্তি দুর্বলতা

ভারতের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নামছে ইংল্য়ান্ড।৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৫ নম্বরে রয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের অঙ্ক বলছে,রবিবার ভারতের কাছে ম্যাচ হারলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ইংল্যান্ড,

  • |
Google Oneindia Bengali News

রবিবার ভারতের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নামছে ইংল্য়ান্ড। শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে থ্রিলার লড়াই জিতেছে পাকিস্তান। যার ফলে ইংল্যান্ডকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে সরফরাজরা এখন(৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে) চার নম্বরে।৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৫ নম্বরে রয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের অঙ্ক বলছে,রবিবার ভারতের কাছে ম্যাচ হারলে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটতে যাবে মর্গ্যানরা।

ভারত-ইংল্য়ান্ডের শক্তি দুর্বলতা

এজবাস্টনে ম্যাচের বল গড়ানোর আগে একনজরে দেখে নেওয়া যাক, ভারত-ইংল্যান্ড দুই দলের শক্তি-দুর্বলতা

ভারতের শক্তি-
বিশ্বকাপ শুরুর আগে থেকে প্রাক্তনরা বলে আসছেন,ইংল্যান্ডের মাটিতে কোহলির দলের প্রধান শক্তি বোলিং। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে(বৃষ্টির কারণে এক ম্যাচ ভেস্তেছে, ভারত সব মিলিয়ে ম্যাচ খেলেছে ৬টি) প্রতিপক্ষকে কোহলিরা অল-আউট করে তিনবার।

অন্যদিকে রান ডিফেন্ড করতে নেমে চার বার ম্যাচ জিতেছে ভারত। শেষ দুই ম্যাচে চারটি করে মোট ৮ উইকেট পেয়েছেন শামি। গতি ও বাউন্সে বিপক্ষকে নাজেহাল করছেন বুমরাহ। স্পিন ভেল্কিতে ধারাবাহিকভাবে উইকেট পাচ্ছেন কুলদীপ-চাহাল। ফলে বলার অপেক্ষা রাখে না ইংল্য়ান্ড ম্যাচেও ভারতের প্রধান শক্তি বোলিং।

ভারতের ব্যাটিং-
টুর্নামেন্টে শেষ দুই ম্যাচের বিচারে কোহলির দলের মিডল অর্ডার স্পিনারদের বিরুদ্ধে অতিরিক্ত রক্ষণাত্মক খেলেছে। ইংল্য়ান্ড ম্যাচে এই সমস্যা শুধরে নিয়ে মাঠে নামতে চাইবে বিশ্বের এক নম্বর ওয়ান ডে দল।

ইংল্যান্ডের শক্তি-
ইংল্যান্ড দলের প্রধান শক্তি ব্যাটিং। চোট সারিয়ে জেসন রয় দলে ফিরছেন বলে খবর। বাংলাদেশ বিরুদ্ধে এই রয়ই এখনও পর্যন্ত উনিশের বিশ্বকাপের ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৩ রান হাঁকিয়েছেন।

জেসন রয়ের পর দ্বিতীয় নামটা থাকবে জো রুট। ইতিমধ্যে টুর্নামেন্টে দুটি শতরান হাঁকিয়েছেন মিডল অর্ডারের এই ব্যাটসম্যান। দলের কাপ্তান ইয়ন মর্গ্যান আবার টুর্নামেন্টের দ্রুততম শতরানের মালিক। আফগানিস্তানের বিরুদ্ধে ৭১ বলে ১৪৮ হাঁকিয়েছেন।

ইংল্যান্ডের দুর্বলতা-
দলের বোলিংয়ে খামতি রয়েছে। জোফরা আর্চার, ক্রিস ওকসদের মতো উইকেট টেকার বেলাররা থাকলেও টুর্নামেন্টের বেশ কয়েক ম্যাচে বড় রান খরচ করেছে ইংল্যান্ড।

English summary
India vs england CWC 2019: strength and weakness of India and england
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X