For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-ইংল্যান্ড মহারণ, এক ঝলকে বিশ্বকাপে বোথামের শেষ, আর সচিনের শুরুর মুহূর্তের স্মৃতি রোমন্থন

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড ডুয়েল। সেই ম্যাচের আগে টাইম মেশিনে ফিরে যাওয়া যাক ১৯৯২ এর ডুয়েলে। সচিন তেন্ডুলকর বনাম ইয়ান বোথাম,আকর্ষণের কেন্দ্রে ছিল দুই প্রজন্মের দুই ক্রিকেটীয় ডুয়েল

  • |
Google Oneindia Bengali News

রবিবার মেগা ম্যাচ, এজবাস্টনে ভারত-ইংল্যান্ড ডুয়েল। সেই ম্যাচের আগে টাইম মেশিনে ফিরে যাওয়া যাক ১৯৯২ এর ডুয়েলে।

সেবার পারথের মাঠে ইংল্যান্ডের কাছে মাত্র ৯ রানে ম্যাচ হেরেছিল ভারত। প্রসঙ্গত সেটাই ছিল বিশ্বকাপের প্রথম দিন রাতের ম্যাচ। তার চেয়েও বিশ্বকাপে ভারত-ইংল্যান্ডের সেই মেগা ম্যাচে সচিন তেন্ডুলকর বনাম ইয়ান বোথাম, দুই প্রজন্মের দুই ক্রিকেটীয় ডুয়েল অন্যতম আকর্ষণ ছিল।

ভারত-ইংল্যান্ড মহারণ, একঝলকে বিশ্বকাপে বোথামের শেষ, আর সচিনের শুরুর মুহূর্তের স্মৃতিরোমন্থন

বিশ্বকাপে বোথামের শেষ, আর সচিনের শুরু

১৯৯২ বিশ্বকাপের ঐ ভারত-ইংল্যান্ড ম্যাচ যেন দুই কিংবদন্তিকে মিলিয়ে দিয়েছিল।

বোথামের কেরিয়ারে ১৯৯২ বিশ্বকাপই ছিল শেষ বিশ্বকাপ। এর আগে ১৯৮৭ বিশ্বকাপ খেলা হয়নি বোথামের। ৩৬ বছর বয়সে তাই ১৯৯২ বিশ্বকাপই ছিল কিংবদন্তি বোথামের শেষ বিশ্বকাপ। অন্যদিকে সেটাই ছিল ১৮ বছর বয়সী সচিন তেন্ডুলকরের প্রথম বিশ্বকাপ। ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচয় তৈরি করার পর ১৯৯২ সালে বিশ্বকাপে অভিষেক সচিনের।

উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বিশ্বের তাবড় তাবড় বোলারদের বিরুদ্ধে খেলে ফেললেও ততদিনে ইয়ান বোথামের বিরুদ্ধে সচিনের খেলা হয়ে ওঠেনি। ১৯৯২ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচেই প্রথমবার বোথামের বিরুদ্ধে ব্যাট চালিয়েছিলেন লিটল মাস্টার। শোনা যায়, এই ম্যাচের আগে সচিনের উইকেট তুলে নেবেন বলে নাকি বন্ধুমহলে চ্যালেঞ্জ জানিয়েছিলেন বোথাম।

সচিন আউট বাই বোথাম

ম্যাচে তরুণ সচিনের উইকেট তুলে(৩৫ রান) নিয়েছিলেন ইয়ান। শুধু সচিনই নয়, আরেক তরুণ বিনোদ কাম্বলিরও উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি অল-রাউন্ডার।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/3QME7wjQoho" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

সচিনকে উইকেটের পিছনে কিপারের হাতে ক্যাচ করিয়ে দু'হাত শূন্যে ছুঁড়ে বোথামের সেলিব্রেশন ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছিলেন বোথাম।

English summary
india vs england, In 1992, a look back to Botham dismissed Tendulkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X