For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ড ম্যাচে কী হতে পারে ভারতীয় দলের লাইন আপ

নটিংহ্যামে ভারতের প্রতিপক্ষ এবার নিউজিল্যান্ড। একনজরে দেখে নিন কী হতে পারে ভারতীয় দলের লাইন আপ,india vs new zealand in icc cricket world cup 2019,Probable Playing xi

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার নটিংহ্যামে কোহলিদের কঠিন লড়াই। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতের প্রতিপক্ষ এবার নিউজিল্যান্ড। প্রস্তুতিতে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ব্যাটিং ধসের মুখে পড়ে মাত্র ১৭৯ রানে গুটিয়ে গিয়েছিল নীল জার্সিধারীরা। সেক্ষেত্রে আজ ফের, কিউয়ি বোলিং বনাম ভারতের ব্যাটিংই ম্যাচের মূল আকর্ষণ।

একনজরে দেখে নেওয়া যাক, বোল্ট- ফার্গুসনদের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে আজ কী হতে পারে ভারতীয় দলের লাইন আপ-

নিউজিল্যান্ড ম্যাচে কী হতে পারে ভারতীয় দলের লাইন আপ

ওপেনিংয়ে নতুন জুটি-
আঙুলের চোটের কারণে শিখর ধাওয়ান তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায়, কোহলির দলে আজ ওপেনিংয়ে ডবল আর, অর্থাৎ রোহিতের সঙ্গে জুটিতে ব্যাটিং শুরু করবেন লোকেশ রাহুল।

তিনে বিরাট কোহলি
প্রোটিয়া ম্যাচে বড়ো রান না পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন কোহলি। সেই ইনিংসে ভর করেই অজিদের ৩৫৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল ভারত।

চারে কে? ধোনি না বিজয়!
কিউয়িদের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে টপ অর্ডার সাফল্য না পেলে হাল ধরতে হবে মিডল অর্ডারকে। লোকেশ রাহুল চার নম্বরে ব্যাট হাতে নেমে সফল হওয়ায় ঐ স্থান নিয়ে দুশ্চিন্তা কেটেছিল কোহলির। শিখরের চোটে, ওপেনিংয়ে অটোমেটিক চয়েস রাহুল, ফলে চারে কে? সেই চিন্তা থাকছেই।

পুরনো ছকে গিয়ে অভিজ্ঞ ধোনিকেই হয়ত চার নম্বরে খেলাতে পারেন কোহলি। অন্য ক্ষেত্রে 'থ্রি ডি' বিজয় শংকরকে খেলানো হতে পারে চারে। দল নির্বাচনের সময় বিজয়কে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ে দক্ষ বলে উল্লেখ করে থ্রি-ডি চশমার সঙ্গে তুলনা টেনেছিলেন নির্বাচক প্রধান এমএস কে প্রসাদ। দলের ক্রাইসিস সময়ে অধিনায়ক বিজয়ের উপর আস্থা রাখলে তিনি কেমন পারফর্ম্যান্স করেন, সেটাই এখন দেখার।

পাঁচ- ছয়, সাতে কারা
ধোনিকে চারে নামালে, সেক্ষেত্রে পাঁচে কেদার যাদব, ছয় নম্বরে নামতে পারেন হার্দিক পান্ডিয়া। বিজয় চারে নামলে,পাঁচ ছয় সাতে যথাক্রমে ধোনি কেদার ও হার্দিক।

বোলিং ব্রিগেড
নটিংহ্যামের স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কথা মাথায় রেখে তিন পেসার খেলালে দলে ঢুকতে পারেন মহম্মদ শামি। অন্যথা আগের ম্যাচের কম্বিনেশনে দুই পেসার ভুবি-বুমরাহ ও দুই স্পিনার কুলদীপ-চাহালকে খেলাতে পারেন বিরাট।

হেড টু হেড- বিশ্বকাপে মোট সাত বারের সাক্ষাতে তিন বার ম্যাচ জিতেছে ভারত, চার বার ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।

[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন]

English summary
india vs new zealand in icc cricket world cup 2019,Probable Playing xi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X