For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম নিউজিল্যান্ড ওডিআই: বিরাটের গর্বের পেসবিভাগের এমন লজ্জার হাল!

ভারত বনাম নিউজিল্যান্ড ওডিআই: বিরাটের গর্বের পেসবিভাগের এমন লজ্জার হাল!

  • |
Google Oneindia Bengali News

দলের বোলিংয় নিয়ে বারেবারে প্রশংসা করেন বিরাট। শামি-বুমরাহদের বোলিং বিদেশের মাটিতে দারুণ সফল। নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজেও দারুণ সাফল্য পেয়েছিল। সেখানেই ওডিআই সিরিজে এসে ভারতীয় পেস বিভাগের বোলিংয়ের দিশেহারা অবস্থা।

পেসারদের বোলিং গড়

পেসারদের বোলিং গড়

ভারতীয় পেসাররা ৩ ম্যাচের ওডিআই সিরিজে গড় ১১৪.৫০ রান খরচ করেছেন।

মাত্র পাঁচ উইকেট

মাত্র পাঁচ উইকেট

তিন ম্যাচ ধরলে পেসাররা ৮৫.২ ওভার বোলিং করেছেন। সেখানে ৩ ম্যাচে পেসারদের সংগ্রহ মাত্র ৫টি উইকেট।

চূড়ান্ত হতাশ করলেন বুমরাহ

চূড়ান্ত হতাশ করলেন বুমরাহ

সিরিজে তিনটি ম্যাচে বুমরাহ একটিও উইকেট পেলেন না। চোট সারিয়ে ফিরে আসা স্ট্রাইক বোলারের বোলিংয়ে ধার কমেছে। কিন্তু এভাবে নখ দাঁত হীন নির্বিষ বোলিং! ডেথ ওভারে বুমরাহের ইয়র্কারও সঠিক জায়গায় পরেনি। ফলে ওডিআইয়ের প্রাক্তন ১ নম্বর পেসার হাত খুলে রান খরচ করেছেন। উল্লেখ্যে আইসিসির সদ্য প্রকাশিত ওডিআই ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বুমরাহ।

নভদীপও উইকেটহীন

টি-২০ সিরিজে দারুণ ইয়র্কার হাঁকিয়ে নজর কেড়েছিলেন। তবে ওডিআই সিরিজে চার পেসারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। যার মধ্যে দুই পেসার জসপ্রীত ও নভদীপ সাইনি ৩ ম্যাচেই কোনও উইকেট পেলেন না।

একনজরে পেসারদের রান খরচের নমুনা

তৃতীয় ম্যাচে জসপ্রীত ১০ ওভারে ৫০ রান, সাইনি ৮ ওভারে ৬৮ ও শার্দুল ৯.১ ওভারে ৮৭ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন। দ্বিতীয় ওডিআইতে সেখানে শার্দুল ৬০ রান খরচ করে ২টি উইকেট পান। বুমরাহ ৬৪ ও সাইনি ৪৮ রান খরচ করেন। আর প্রথম ওডিআই ম্যাচে জসপ্রীত বুমরাহ ৫৩,মহম্মদ শামি ৯.১ ওভারে ৬৩ রানে ১টি উইকেট পান আর শার্দুল ৯ ওভারে ৮০ রান খরচে ১টি উইকেট তুলে নেন।

নিউজিল্যান্ডের পেসারদের বোলিং পারফর্ম্যান্স কেমন

ভারতীয় পেসাররা যেখানে তিন ম্যাচ মিলিয়ে মাত্র ৫টি উইকেট পেয়েছেন সেখানে নিউজিল্যান্ডের পেসাররা সমষ্টিগতভাবে গড় ৪১ রান খরচ করে ১৮টি উইকেট পেয়েছেন।

English summary
India vs New Zealand: Indian pacers only takes 5 wickets in odi series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X