For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম টেস্ট মহারণে বোল্ট-ফার্গুসনকে পাওয়া নিয়ে আশাবাদী উইলিয়ামসন

প্রথম টেস্ট মহারণে বোল্ট-ফার্গুসনকে পাওয়া নিয়ে আশাবাদী উইলিয়ামসন

  • |
Google Oneindia Bengali News

টি-২০ তে ০-৫ হার, তারপর ওডিআইয়ে ৩-০ পাল্টা দেওয়া। ভারত-নিউজিল্যান্ড সিরিজে একের পর এক উত্তেজক মুহূর্ত। কখনও সুপার ওভারে ম্যাচের ফয়সলা হয়েছে, কখনও আবার টেলার- গ্র্যান্ডহোমরা ভারতের নির্বিষ বোলিংয়ের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং করে ম্যাচ জিতে নিয়েছে।সামনে এবার টেস্ট মহারণ। সেই মহারণে চোটের কারণে দলের বাইরে থাকা সেরা দুই ক্রিকেটারকে পাওয়া নিয়ে আশাবাদী কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FmyKhelBengali%2Fvideos%2F2700361940077401%2F&show_text=0&width=267" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

টেস্ট সিরিজ শুরু কবে

টেস্ট সিরিজ শুরু কবে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ২১ ফেব্রুয়ারি থেকে টেস্ট সিরিজ শুরু। ওয়েলিংটনে প্রথম টেস্ট চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু ২৯ মার্চ থেকে।দ্বিতীয় টেস্ট শেষ হবে ৪ মার্চ।

বোল্ট উইলিয়ামসনকে ফিরে পাওয়া নিয়ে আশা

বোল্ট উইলিয়ামসনকে ফিরে পাওয়া নিয়ে আশা

ঘরের মাঠে এবার সেরা দুই তারকাকে ছাড়াই টি-২০ ও ওডিআই সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে দলের প্রধান পেসার ট্রেন্ট বোল্ট ও অন্যতম সেরা অলরাউন্ডার লকি ফার্গুসন চোট পান। ফলে ভারতের বিরুদ্ধে দুই সিরিজে এই দুই কিউয়ি ক্রিকেটার ছিলেন না। ওয়েলিংটনে প্রথম টেস্ট থেকে দুই ক্রিকেটারের ফেরার বিষয়ে কেন উইলিয়ামসন আশাবাদী।

দুই ক্রিকেটারের কীভাবে চোট

দুই ক্রিকেটারের কীভাবে চোট

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের ট্রেন্ট বোল্টের ডান হাতের হাড়ে চিড় ধরে।যার পর তিনি দীর্ঘদিন সুশ্রূষার মধ্যে রয়েছেন। অন্য়দিকে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক ম্যাচে মাত্র ১১ ওভার বল করার পর কাফ মাসলে চোট পাওয়ার কারণে লকি ফার্গুসন সিরিজ থেকে ছিটকে যান।

অধিনায়ক উইলিয়ামসন যা জানালেন

অধিনায়ক উইলিয়ামসন যা জানালেন

বে ওভালে ভারতকে ৩-০ হোয়াইট ওয়াশ করার পর কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন, 'বোল্ট ও ফার্গুসন এখনও পর্যবেক্ষণ রয়েছেন। তবে ওরা প্রথম টেস্টেই খেলার মতো অবস্থায় থাকবে বলে আশা করি।' উল্লেখ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে তৃতীয় টেস্ট ম্যাচ ম্যাট হেনরি আঙুলে চোট পান। যারপর তিনিও ভারতের বিরুদ্ধে টি-২০ ও ওডিআই সিরিজ থেকে বাইরে ছিলেন। সেক্ষেত্রে বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারতের বিরুদ্ধে ক্রিকেটের সবচেয়ে কঠিন ফর্ম্যাট খেলতে নামার আগে দলের শক্তি বাড়িয়েই তিনি মাঠে নামার বিষয়ে আশাবাদী।

English summary
India vs New Zealand Test: Trent Boult, Lockie Ferguson likely to be available from 1st Test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X