For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-ওয়েস্ট ইন্ডিজ: ক্যারিবিয়ানদের জয়ের ফেরাতে পারবেন কি গেইল? শুরু হচ্ছে ওয়ান ডে মহারণ

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন,অথচ তাদেরই ৩-০ দুরমুশ করে সফর শুরু করল ভারত। পোলার্ড-পাওয়েলদের ব্যাটিং ছাড়া টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের পক্ষ থেকে কোনও প্রতিরোধই দেখা যায়নি।

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন,অথচ তাদেরই ৩-০ দুরমুশ করে সফর শুরু করল ভারত। পোলার্ড-পাওয়েলদের ব্যাটিং ছাড়া টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের পক্ষ থেকে কোনও প্রতিরোধই দেখা যায়নি। বড় বেশি করে ক্রিস গেইল, জেসন হোল্ডারদের অভাবটা যেন চোখে পড়ছিল।বৃহস্পতিবার থেকে এবার ওয়ান ডে লড়াই। সেই লড়াইয়ে দলে ঢুকছেন গেইল। এছাডা়ও হোল্ডার, কেমার রোচের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা টিমে রয়েছেন। ক্যারিবিয়ানরা টি-টোয়েন্টিতে হারের বদলা, ওয়ান ডে সিরিজে নিতে পারে কিনা সেটাই এখন দেখার।

ফোকাসে ধওয়ান

ফোকাসে ধওয়ান

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন। বাইশ গজে ফিরে তিন ইনিংসে এখনও বড় রান পাননি(১,২৩, ৩)। গায়ানায় প্রথম ওডিআইয়ে সেই খরা ঘোছাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

চারে পন্থ, সেক্ষেত্রে পাঁচ নম্বরে রাহুল

চারে পন্থ, সেক্ষেত্রে পাঁচ নম্বরে রাহুল

কম্বিনেশন নিয়ে ভাবতে হবে বিরাটকে।চার নম্বরে পন্থকে ব্যবহার করলে পাঁচ নম্বরে সম্ভবত খেলবেন লোকেশ রাহুল। মনীশ, কেদার থাকলেও তিনিই সম্ভবত পাঁচেই খেলতে চলেছেন।

গেইল বনাম শামি

গেইল বনাম শামি

টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচেই ভুবি খেলেছেন। সেক্ষেত্রে তাঁকে বসালে ওয়ান ডে সিরিজে সম্ভবত নতুন বলে বোলিং শুরু করবেন মহম্মদ শামি।গেইল -শামি ডুয়েল জমে যাবে বলা যায়।

ভারতীয় পেস বোলিং

ভারতীয় পেস বোলিং

টি-টোয়েন্টির পর বৃহস্পতিবার সম্ভবত ওডিআইতে অভিষেক হতে চলেছে নভদীপ সাইনির। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন, প্রথম ওডিআই থেকেই তাই তার হাতে বল ধরিয়ে দিতে পারেন কোহলি। তৃতীয় পেসার হিসেবে খেলতে পারেন খলিল।

 শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ

শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি সিরিজের মতো ওডিআই লড়াই একপেশে হবে না বলা যায়। টি-টোয়ন্টির থেকে ক্যারিবিয়ানদের ওয়ান ডে দল অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন। অলরাউন্ডার অধিনায়ক জেসন হোল্ডার, ওপেনিংয়ে ক্রিস গেইল, সাই হোপ, টপ অর্ডারে রস্টন চেজ, জন ক্যাম্পবেলের মতা নির্ভরযোগ্য ক্রিকেটাররা রয়েছেন।

একনজরে ভারতীয় দল

একনজরে ভারতীয় দল

বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্থ, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহেমদ, নভদীপ সাইনি

একনজরে ওয়েস্ট ইন্ডিজ দল

একনজরে ওয়েস্ট ইন্ডিজ দল

জেসন হোল্ডার(অধিনায়ক), ক্রিস গেইল, কার্লোস ব্রেথওয়েট, এভিন লুইস, সাই হোপ, রস্টন চেজ, নিকোলাস পুরান, সিমরন হেটমায়ের, ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, সেলডন কোটরেল, ওসানে থমাস, কেমার রোচ।

English summary
India vs west indies 1st one day match preview
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X