For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নো বল করে পার পাবে না কেউ! এবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাওয়া যাবে এই সুবিধে


 প্রযুক্তির উন্নতিতে মাঠে ক্রিকেট খেলাকে আরও নির্ভুল করতে শুরু হয়েছে নতুন উদ্যোগ। আম্পায়ারদের চোখ থেকে যাতে বোলারের ফ্রন্টফুট নো বল এড়িয়ে না যায় সেজন্য শুরু হয়েছে পৃথক আম্পায়ারিং ব্যবস্থা।

  • |
Google Oneindia Bengali News

প্রযুক্তির উন্নতিতে মাঠে ক্রিকেট খেলাকে আরও নির্ভুল করতে শুরু হয়েছে নতুন উদ্যোগ। আম্পায়ারদের চোখ থেকে যাতে বোলারের ফ্রন্টফুট নো বল এড়িয়ে না যায় সেজন্য শুরু হয়েছে পৃথক আম্পায়ারিং ব্যবস্থা। ইডেনে ভারত-বাংলাদেশ গোলাপি বলের টেস্টেই এই ব্যবস্থা দেখা গিয়েছিল। সেই ব্য়বস্থা এবার দেখা যাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের সিরিজে।

নো বল করে পার পাবে না কেউ! এবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাওয়া যাবে এই সুবিধে

৬ ডিসেম্বর হায়দরাবাদে শুরু প্রথম টি-টোয়েন্টি যুদ্ধ। ভারত সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ মোট ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওডিআই ম্যাচ খেলবে। সীমিত ওভারের এই দুই সিরিজে বোলারের নো বল দেখার জন্য দায়িত্বে থাকবেন তৃতীয় আম্পায়ার। আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ম্যাচের তৃতীয় আম্পায়ার প্রতিটি নো বল দেখবেন। বোলার ফ্রন্টফুট নো বল করলে, তৃতীয় আম্পায়ার তা দেখে সঙ্গে সঙ্গে মাঠের আম্পায়ারকে জানাবেন। এতে ক্রিকেটেরই উন্নতি হবে।'

প্রসঙ্গত সম্প্রতি পিঙ্ক বল টেস্টে পৃথক আম্পায়ার নো বলের প্রতি নজর রেখেছিলেন। সেই ধারা এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দেখা যাবে। উল্লেখ্য এর আগে পাকিস্তান-অস্ট্রেলিয়া ব্রিজবেন টেস্টে দুই সেশন মিলিয়ে ফিল্ড আম্পায়ার ২১ টি নো বল এড়িয়ে গিয়েছিলেন। যা নিয়ে ক্রিকেটদুনিয়ায় সোরগোল শুরু হয়ে গিয়েছিল। এরপর থেকে ফ্রন্টফুট নো বল ইস্যুকে সতর্ক হয়েছে আইসিসি।

English summary
India vs West Indies: Third Umpire will monitor no ball
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X