For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপ্রতিরোদ্ধ ভারত, ৫-০ নিউজিল্যান্ডকে পর্যুদস্ত করে ভারতের টি-২০ সিরিজ জয়

অপ্রতিরোদ্ধ ভারত, ৫-০ নিউজিল্যান্ডকে পর্যুদস্ত করে ভারতের টি-২০ সিরিজ জয়

  • |
Google Oneindia Bengali News

সুপার ওভারে নয়, এবার সরাসরি নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ ৫-০ করল মেন ইন ব্লু। ১৬৩ রানের পুঁজি নিয়ে বল করতে নেমে কিউয়িদের ৭ রানে হারিয়ে সিরিজ হোয়াইটওয়াশ করল ভারতীয় দল। বল হাতে এদিন ৪ ওভারের স্পেলে ১২ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচ জেতান বুমরাহ। দলের বাকি দুই পেসারও এদিন দুর্দান্ত বোলিং করেছেন। শার্দুল ও সাইনি ২টি করে উইকেট পান। ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট পেয়েছেন। ৩ উইকেট নেওয়ার সুবাদে বুমরাহ ম্যাচের সেরা হয়। অন্যদিকে পাঁচ ম্যাচের সিরিজে ২২৪ রান করে সিরিজ সেরা হয়েছেন লোকেশ রাহুল।

ম্যাচে ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স

ব্যাটিং থেকে বোলিং, ফিল্ডিং, তিন বিভাগেই এদিন ভারত নজর কেড়েছে। ব্যাটে রোহিতের ৬০ ছাড়া রাহুলের ৪৫ রান রয়েছে। এছাডা় শ্রেয়স ৩৯ রান হাঁকিয়ে ধারাবাহিকতা ধরে রাখলেন। এদিনও ছয় নম্বর ব্যাটিংয়ে নেমে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মনীশ। ৪ বলে ১১ রান করে নটআউট থাকেন। শ্রেয়স-মনীশের ব্যাটে ভারত নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান তোলে।

শততম আন্তর্জাতিক টি-২০তে টেলারের হাফ সেঞ্চুরি

জবাবে নিউজিল্যান্ড শুরুতে দ্রুত ৩ উইকেট হারালেও টিম সাইফার্ট ও রস টেলারের জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে ভারতকে চাপে রেখেছিল নিউজিল্যান্ড। এরপর ডেথ ওভারে শার্দুল, বুমরাহ ও সাইনি আঁটোসাঁটো বোলিং করে চাপ বাড়ালে নিউজিল্যান্ডের রক্ষণ ভেঙে পড়ে। এদিন ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নেমে হাফ সেঞ্চুরি করে মাঠ ছাড়লেন টেলার। নিউজিল্যান্ডের শেষ ৬ উইকেট মাত্র ২৫ রানে পড়েছে।

দুবের ৩৪ রানের ওভার

এদিন নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসে ১০ ওভারে দুবের ওভারে টেলার ও সাইফার্ট যৌথভাবে স্কোরবোর্ডে ৩৪ রান যোগ করে। উল্লেখ্য আন্তর্জর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি কোনও বোলারের দ্বিতীয় সর্বোচ্চ রান খরচ।

ভারতের টানা ৮টি টি-২০ জয়

এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচটি জেতার পর টি-২০ ক্রিকেটে এই নিয়ে মোট ৮টি ম্যাচ জিতল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক মুম্বই টি-২০ জেতার পর, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি টি-২০ ও কিউয়িদের বিরুদ্ধে ৫টি ম্যাচ জিতল ভারত।

English summary
India Win 5th T20 by 7runs, India White Wash New Zealand By 5-0
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X