For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃহস্পতিবারই ইন্টারভিউ! মুম্বইয়ে কপিলদের মুখোমুখি গিবস-কার্স্টেনরা

আগামীকাল মুম্বইয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ পদের জন্য সাক্ষাৎকার নেওয়া হবে।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচের পদের জন্য আবেদনপত্র নেওয়ার সময়সীমা পেরিয়েছে। এবার সাক্ষাৎকারের মাধ্যমে বেছে নেওয়া হবে সঠিক লোকটিকে। বিসিসিআইএর পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) মুম্বইয়ে হবে এই সাক্ষাতকার পর্ব।

বৃহস্পতিবারই ইন্টারভিউ! পরীক্ষা গিবস-কার্স্টেনদের

দলের সদ্য প্রাক্তন কোচ রমেশ পাওয়ার আগেই জানিয়েছিলেন যেহেতু স্মৃতি মান্ধানা, হরমনপ্রিত কৌররা তাঁকে সমর্থন জানিয়েছেন, তাই তিনি ফের কোচ হতে চেয়ে আবেদন করেছেন। এছাড়া মনোজ প্রভাকর, হার্শেল গিবস, দিমিত্রি মাসকেরেনহাসের মতো বড় নাম আবেদন করেছেন বলে জল্পনা ছিল।

সাক্ষাতকারের একদিন আগে সংবাদ সংস্থা এএনআই-এর সূত্রে জানা গিয়েছে, এই আবেদনকারীরা হলেন - বেঙ্কটেশ প্রসাদ, ডব্লুভি রামন, ব্র্যাড হগ, রমেশ পাওয়ার, দিমিত্রি মাসাকেরেনহাস, ট্রেন্ট জনসন, হার্শেল গিবস, গ্যারি কার্স্টেন, মনোজ প্রভাকর ও কল্পনা ভেঙ্কটাছর।

এই পার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য গত ১১ ডিসেম্বর তিন সদস্যের প্যানেল ঘোষণা করেছিল বিসিসিআই। এই ইন্টারভিউ প্যানেলে আছেন তিন প্রাক্তন ক্রিকেটার - কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামী।

মহিলা টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারেতর মহিলা দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মিতালী রাজকে বাদ দেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রমেশ পাওয়ার। যার জেরে গত ৩০ নভেম্বর বিসিসিআই রমেশের চুক্তির মেয়াদ ফুরানোর পর তা আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এরপরই, তাঁকে সমর্খন জানিয়ে বোর্ডকে ইমেল করেছিলেন মহিলা টি২০ দলের অধিনায়িকা হরমনপ্রিত ও তাঁর ডেপুটি স্মৃতি মান্ধানা। তাঁকে পদে রেখে দিতে চেয়েছিলেন বিসিসিআই-এর সিওএ সদস্যা ডায়নার এডুলজিও। এই সব সমর্থন বৃহস্পতিবার তাঁর পক্ষে যায় কিনা এটাই দেখার। প্রতিদ্বন্দ্বীদের তালিকায় কিন্তু নাম রয়েছে গ্যারি কার্স্টেনেরও। যা কোচিং-এ পুরুষ দল বিশ্বকাপ জিতেছিল।

English summary
Interviews for the post of head coach of Indian women's cricket team will be held in Mumbai tomorrow. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X