For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওডিআই থেকে টি-টোয়েন্টি, আইসিসির বর্ষসেরা দুই মেয়েদের দুই দলে জায়গা পেলেন স্মৃতি

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ও ওডিআই দলে জায়গা পেলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। মেয়েদের বর্ষেসরা ওডিআই দলে স্মৃতি মান্ধানা ছাড়া ভারত থেকে ঝুলন গোস্বামী, পুনম যাদব, শিখা পান্ডে রয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ও ওডিআই দলে জায়গা পেলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। মেয়েদের বর্ষেসরা ওডিআই দলে স্মৃতি মান্ধানা ছাড়া ভারত থেকে ঝুলন গোস্বামী, পুনম যাদব, শিখা পান্ডে রয়েছেন। অন্যদিকে ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা আইসিসি'র বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রয়েছেন।

দুই ফর্ম্যাটে বর্ষসেরা কারা

অন্যদিকে এবছর ওডিআইয়ের বর্ষেসরা ক্রিকেটার হিসেবে এলিসে পেরি পুরস্কৃত হবেন। দেশের হয়ে চলতি বছরে ৪৪১ রান হাঁকানোর পাশাপাশি ২১টি উইকেট নিয়েছেন পেরি। আর এলিসা হেলি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে বিবেচিত হয়েছেন। মেয়েদের সীমিত ওভারের বর্ষসেরা দুই দলেরই অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার ম্যাগ লানিন নির্বাচিত হয়েছেন।

একনজরে আইসিসি বর্ষসেরা মহিলা ওডিআই দল

১) অ্যালিশা হেলি( উইকেটকিপার)-অস্ট্রেলিয়া
২) স্মৃতি মান্ধানা(ভারত)
৩) তামসিন বোমোন্ট (ইংল্যান্ড)
৪)ম্যাগ লেলিন(অধিনায়ক)অস্ট্রেলিয়া
৫)স্টাফিনে টেলার (ওয়েস্ট ইন্ডিজ)
৬) এলিসে পেরি (অস্ট্রেলিয়া)
৭) জেস জোনাসেন (অস্ট্রেলিয়া)
৮)শিখা পান্ডে(ভারত)
৯)ঝুলন গোস্বামী (ভারত)
১০)মেগান স্কাট- (অস্ট্রেলিয়া)
১১) পুনম যাদব (ভারত)

একনজরে আইসিসি বর্ষসেরা মহিলা টি-টোয়েন্টি দল

১) অ্যালিশা হেলি( উইকেটকিপার)-অস্ট্রেলিয়া
২) ড্যানিয়েল ওয়াট (ইংল্যান্ড)
৩)ম্যাগ লেলিন(অধিনায়ক)অস্ট্রেলিয়া
৪)স্মৃতি মান্ধানা(ভারত)
৫)লিজেলে লে (দক্ষিণ আফ্রিকা)
৬) এলিসে পেরি (অস্ট্রেলিয়া)
৭) দীপ্তি শর্মা(ভারত)
৮)নীধা ধর(পাকিস্তান)
৯)মেগান স্কাট- (অস্ট্রেলিয়া)
১০) শাবনিম ইসমাইল(দক্ষিণ আফ্রিকা)
১১) রাধা যাদব (ভারত)

English summary
Indian Cricketer Smriti Mandhana Named In ICC Women's ODI and T20 Teams Of The Year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X