For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভ পন্থকে নিয়ে খুশি নন ভারতের ফিল্ডিং কোচ, কিন্তু কেন?

ঋষভ পন্থকে নিয়ে খুশি নন ভারতের ফিল্ডিং কোচ, কিন্তু কেন?

  • |
Google Oneindia Bengali News

ঘরোয়া ম্যাচ এবং আইপিএলে তাঁকে দস্তানা হাতে উইকেটের পিছনে দেখা গেলেও, চলতি বিশ্বকাপে কিন্তু অন্য ভূমিকায় ধরা দিচ্ছেন তরুণ ঋষভ পন্থ। জাতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত টুর্নামেন্ট দুটি ম্যাচ খেলেছেন ভারতের তরুণ উইকেটরক্ষক। দু-দিনই পরিচিত জায়গা গুরু এমএস ধোনিকে ছেড়ে আউট ফিল্ডে নিজের দায়িত্ব পালন করেছেন ঋষভ।

যদিও সেই দায়িত্ব পন্থ সঠিকভাবে পালন করছেন না বলেই মনে করেন ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ আর শ্রীধর। উইকেটের পিছনে দস্তানা হাতে ঋষভ যতটা সফল, আউট ফিল্ডে তিনি ততটাই অনভিজ্ঞ বলে মনে করেন শ্রীধর।

কেন এমন বলছেন শ্রীধর?

কেন এমন বলছেন শ্রীধর?

ঋষভ যথেষ্ট পরিশ্রমী স্বীকার করেও আর শ্রীধর মনে করেন, আউট ফিল্ডে যতটা অ্যাথলেটিসিজম প্রয়োজন ততটা এই তরুণ ক্রিকেটারের কাছে মজুত নেই। ঋষভের থ্রোয়িং টেকনিকেও তিনি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন ভারতের ফিল্ডিং কোচ।

তবে এখন?

তবে এখন?

আউট ফিল্ডে ঋষভের অ্যাথলেটিসিজম বাড়াতে প্রচুর পরিশ্রম প্রয়োজন বলে মনে করেন আর শ্রীধর। তবে এই মুহূর্তে অর্থাৎ বিশ্বকাপের মধ্যে তা সম্ভব নয়। তাই পরিস্থিতি সামাল দিতে ঋষভ পন্থকে এমন পজিশনে ফিল্ডিংয়ের জন্য দাঁড় করানো হচ্ছে, যা ওই তরুণ তারকার জন্য সুবিধাজনক মনে হয়। ইংল্যান্ডের বিরুদ্ধেও তেমনই এক জায়গায় ফিল্ডিং করে দলের হয়ে ৫ রান বাঁচানোর পাশাপাশি ঋষভ একটি ক্যাচও ধরেন বলে জানিয়েছেন ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর।

কার্তিক না ঋষভ

কার্তিক না ঋষভ

উইকেটরক্ষক হিসেবে আউট ফিল্ডে ঋষভ পন্থের থেকে দীনেশ কার্তিক অনেক বেশি কার্যকর বলে জানিয়েছেন আর শ্রীধর। তবে সময় দিলে পন্থও আউট ফিল্ডে ততটাই দক্ষ হয়ে উঠবেন বলেও মনে করেন ভারতের ফিল্ডিং কোচ।

English summary
Indian fielding coach is not happy with Rishabh Pant's outfielding and throwing technique
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X