For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দিল্লির পরিবেশে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজন কী আদৌ সম্ভব', প্রশ্নকর্তা বিষেণ বেদি

'দিল্লির পরিবেশে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজন কী আদৌ সম্ভব', প্রশ্নকর্তা বিষেণ বেদি

  • |
Google Oneindia Bengali News

রাজধানী দিল্লির বায়ু দূষণের মাত্রা বাড়ছে ক্রমশ। ধূলিকনায় ভরে গিয়েছে বাতাস। ধোঁয়াশা এতটাই যে মাঝে সাঝে দশ হাত দূরের বস্তু বা ব্যক্তিকে দেখতেই সমস্যায় পড়তে হচ্ছে দিল্লির বাসিন্দাদের। নাক-মুখ না ঢেকে বেরোলো হাঁচি-কাশি, শ্বাসকষ্ট অবধারিত।

দিল্লির পরিবেশে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজন কী আদৌ সম্ভব, প্রশ্নকর্তা বিষেণ বেদি

এমনই এক পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা)। বিসিসিআই সূত্রে খবর, দীর্ঘ টালবাহানার পর সেই মাঠে ম্যাচ আয়োজনের ব্যাপারে অনুমতি দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কিন্তু এমন বায়ু দূষণের মধ্যে রাজধানীতে ভারত ও বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা কী সত্যিই সম্ভব, প্রশ্ন করেছেন সেই রাজ্য তথা ভারতের স্পিন লেজেন্ড বিষেণ বেদি।

পরিস্থিতি নিয়ে বিরক্ত বেদি বুধবার একটি টুইট করেছেন। লিখেছেন, দিল্লির ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়া বেশ কঠিন। দিল্লির পরিবেশে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজন আদৌ সম্ভব কিনা, সে প্রশ্নও তুলেছেন ভারতের স্পিন লেজেন্ড।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">In present state of ‘hazardous air quality’ n Delhi Let’s spare a thought fr Ind/B’Desh teams having to play T-20 on 3rd Nov at Kotla..Let’s accept our man made frailties w/Mother Nature..& ask does Delhi deserve any sporting event o International standard at all..?!!!</p>— Bishan Bedi (@BishanBedi) <a href="https://twitter.com/BishanBedi/status/1189458323831062528?ref_src=twsrc%5Etfw">October 30, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা) ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। কড়াকড়ি সত্ত্বেও দীপাবলিতে দিল্লিতে প্রচুর পোড়ানো হয় এবারও। ফল স্বরূপ বাতাসে বেড়ে যায় দূষণ। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ বা সাফারের মানদণ্ড অনুযায়ী এয়ার কোয়ালিটি ইনডেক্সে মাত্রা ৫০ হলে যথার্থ। তা ১০০ ছুঁলেও মেনে নেওয়া যায়। কিন্তু দূষণের সূচক সেই মাত্রা ছাড়িয়ে গেলে বিপদ বাড়তে থাকে। সেখানে দিল্লিতে ইতিমধ্যেই এয়ার কোয়ালিটি ইনডেক্সে মাত্রা ৪০০ ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে আদৌতে ক্রিকেট সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে দিল্লিতে ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা নিয়ে চিন্তা বাড়ে। বছর দুই আগে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে দিল্লির দূষণ বাধা হয়েছিল। সেই টেস্টে লঙ্কান ক্রিকেটাররা মুখোশ পরে মাঠে নেমেছিলেন।

English summary
Indian great Bishan Bedi worried over Delhi's pollution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X