For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৭ বছর আগে সৌরভের ফাইনাল হারের বদলা নেওয়া হল না, দাদার মতো আজ স্বপ্নচূর্ণ হরমনপ্রীতদের

১৭ বছর আগে সৌরভের ফাইনাল হারের বদলা নেওয়া হল না, দাদার মতো আজ স্বপ্নচূর্ণ হরমনপ্রীতদের

  • |
Google Oneindia Bengali News

১৭ বছর। ২০০৩ সালে জোহানেসবার্গে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের দিনটা ছিল ২৩ মার্চ। আর আজ ৮ মার্চ। ভারতীয় ক্রিকেট ভক্তদের সোশ্যাল পোস্টে আজ এক বদলার গন্ধ পাচ্ছিলেন অনেকে। ১৭ বছর আগে সেদিন ফাইনালে ভারতকে হারিয়ে ছেলেদের ক্রিকেটে পঞ্চাশ ওভারে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। হতাশ মুখে মাঠ ছেড়েছিলেন সৌরভ। লড়াই করলেও বোলিংয়ে দাঁত বসাতে না পাড়ায় ম্যাচ হেরেছিল ভারত!

এদিন পাল্টা দেওয়ার স্বপ্ন তৈরি হলেও শেষরক্ষা হল না। মেলবোর্নে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৫ রানে হেরে সৌরভের সেই ফাইনাল হারের বদলা নিতে পারল না হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি।

সৌরভ ও হরমনপ্রীতের দলের দুই হারের মিল কোথায়

সেদিন টস জিতেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। এরপর প্রথম ওভারে জাহির খান অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ১৫ রান দিয়ে বসেন। আজও সেই বিশ্বকাপ ফাইনাল হারের জন্য অনেকেই এই প্রথম ওভারে ১৫ রান খরচকে দায়ী করেন। ওখানেই মানসিকভাবে ম্যাচ থেকে ভারত হারিয়ে গিয়েছিল বলে মনে করা হয়। এদিনও অনেকটাই একই রকম রয়েছে। মেয়েদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে প্রথম ওভারে দীপ্তি শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪ রান দিয়ে বসেন।

মিল ২

সেদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ভারতকে চাপে ফেলে দিয়েছিল। প্রথমে ব্যাট করে অজিরা ৩৫৯ রান তুলেছিল। অধিনায়ক পন্টিং ১৪০ রানে অপরাজিত ছিলেন। এদিন মেয়েদের ফাইনালে ভারত টস হারে। অজিরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে। ওপেনার বেথ মুনি ৭৮ রানে অপরাজিত থেকে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন।

ভারতের ব্যাটিং ব্যর্থতা

সেদিন বড় রান তাড়া করতে নেমে সচিন ৪, সৌরভ ২৪ রানে ফিরে যান। সেহওয়াগ ৮২ রান করলেও মিডল অর্ডারে দ্রাবিড়ের ৪৭ ছাড়া বড় রান ছিল না। ভারত ১২৫ রানে ফাইনাল হেরেছিল। এদিনও ১৮৫ রান তাড়া করতে নেমে টুর্নামেন্টের সফল ক্রিকেটার শাফালি ২ রানে আউট হন। মান্ধানা ১১, জেমিমা ০ রান করেন। ৩০ রানে ৪ উইকেট পরে যায়। অধিনায়ক হরমনপ্রীত ৪ রানে সাজঘরের পথ ধরেন। ভারত ৯৯ রানে অলআউট হয়ে ৮৫ রানে ম্যাচ হেরে ফাইনালে ট্রফি জিততে ব্যর্থ হল। ভারতকে হারিয়ে পঞ্চমবারের জন্য মেয়েদের টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া।

English summary
Indian Women Cricket Team lose Final Of T20CWC against Australia, can't take revenge of sourav lose in 2003 WC final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X