For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

না খেলেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলারা, ম্যাচের সেরা বৃষ্টি

না খেলেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলারা, ম্যাচের সেরা বৃষ্টি

  • |
Google Oneindia Bengali News

এক বল না খেলেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে লাগাতার হারের খরা যে এভাবে কাটবে, তা হয়তো চাননি হরমনপ্রীত কৌররা। চলতি টুর্নামেন্টে ভারতের মহিলা ক্রিকেটাররা যে ফর্মে রয়েছেন, তাতে তাঁরা ইংল্যান্ডকে খেলে হারানোর ক্ষমতা রাখেন বলে বিশ্বাস করেছিলেন দেশের ক্রীড়া প্রেমীরা। ব্রিটিশদের খেলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার সুখানুভূতি পেতে চেয়েছিলেন শাফালি বর্মারাও। তবে বর্ষাসুরের অনিচ্ছায় তা আর সম্ভব হল না।

হল না টস

যেমনটা ভাবা হয়েছিল, তার চেয়েও বেশি হল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বৃষ্টির জেরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওভার কমতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। পূর্বাভাস মতো এদিন সকাল থেকেই সিডনিতে শুরু হয় বারিপাত। তবে তা থামার কোনও লক্ষণই দেখাল না। বর্ষাসুরের প্রভাব বিস্তার হল এতটাই যে টসের জন্য মাঠে নামতে পারলেন না ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। রিজার্ভ ডে না থাকায় ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। ফলে নিয়ম মতো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত কৌররা।

কেন ফাইনালে ভারত

কেন ফাইনালে ভারত

আইসিসি-র নিয়ম অনুযায়ী বিশ্বকাপের গ্রুপ স্তরে যে দল সর্বাধিক ম্যাচ জিতবে বা যাদের কাছে সবচেয়ে বেশি পয়েন্ট থাকবে, তারাই টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছবে। গ্রুপ পর্বের চার ম্যাচই জেতে ভারতের মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারান শাফালি বর্মারা। এ গ্রুপ থেকে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে ভারত। অন্যদিকে ইংল্যান্ড, বি গ্রুপের একটি ম্যাচ হেরে যায়। গ্রুপ পর্বে ইংল্যান্ড ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে। সে নিরিখে ব্রিটিশদের থেকে এ লড়াইয়ে এগিয়ে ছিলেন ওমেন ইন ব্লুরা।

রিজার্ভ ডে-র আবেদন

রিজার্ভ ডে-র আবেদন

সিডনিতে সেমিফাইনালের দুই ম্যাচেই যে বৃষ্টি ভ্রুকুটি রয়েছে, তা আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেদিকে তাকিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস, আইসিসি-র কাছে শেষ চারে দুই ম্যাচের ক্ষেত্রেই রিজার্ভ ডে রাখার আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

কেন খারিজ

কেন খারিজ

আইসিসি'র তরফে জানানো হয়, টুর্নামেন্টকে লম্বা না করার কারণেই রিজার্ভ ডে রাখা হয়নি। টি-২০ বিশ্বকাপের সূচি সবসময়ই সীমিত দিনের মধ্যে রাখা হয়। ফাইনাল ছাড়া কোনও ম্যাচেরই রিজার্ভ ডে নেই বলে আইসিসি-র তরফে জানানো হয়। তাতে হতাশ হতে হয় ক্রিকেট প্রেমীদের।

মধুর না হলেও বদলা

মধুর না হলেও বদলা

২০০৯ থেকে শুরু হয় মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তখন থেকে এখনও পর্যন্ত টুর্নামেন্টে পাঁচবার ইংল্যান্ডের সঙ্গে ভারতের মুখোমুখি সাক্ষাৎ ঘটে। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল সহ প্রতিবারই ব্রিটিশদের কাছে হার শিকার করতে হয়েছে হরমনপ্রীত কৌরদের। তাই মধুর না হলেও একে বদলা হিসেবেই দেখছেন দেশের ক্রিকেট প্রেমীরা।

English summary
Indian women qualify for the maiden T20 World Cup final after semi-final washout for rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X