For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হতে চান হার্শেল গিবস! আবেদনকারী আরও কয়েকটি বড় নাম

গত ৩০ নভেম্বর ভারতের মহিলা দলের কোচ হিসাবে চুক্তির মেয়াদ ফুরিয়েছে রমেশ পাওয়ারের। তাঁর মেয়াদ বৃদ্ধি না করে বিসিসিআই তাদের ওয়েবসাইটে নতুন কোচের আবেদনের জন্য বিজ্ঞাপন দিয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

গত ৩০ নভেম্বর ভারতের মহিলা দলের কোচ হিসাবে চুক্তির মেয়াদ ফুরিয়েছে রমেশ পাওয়ারের। তাঁর মেয়াদ বৃদ্ধি না করে বিসিসিআই তাদের ওয়েবসাইটে নতুন কোচের আবেদনের জন্য বিজ্ঞাপন দিয়েছিল। শোনা যাচ্ছে আবেদনকারীদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্য়াটসম্য়ান হার্শেল গিবসও। প্রাক্তন কোচ রমেশ পাওয়ার আবেদন করেছেন কিনা তা অবশ্য জানা যায়নি।

নতুন কোচের জন্য় বোর্ড বিজ্ঞাপন দেওয়ার পরও ভারতের টি২০ দলের অধিনায়িকা হরমনপ্রিত ও তারকা ব্য়াটসম্য়ান স্মৃতি মান্ধানা রমেশকেই কোচের পদে রেখে দেওয়ার আবেদন জানিয়ে বোর্ডকে চিঠি দিয়েছিলেন। কিন্তু গিবস-সহ বেশ কিছু বড় নাম ইতিমধ্যেই আবেদন জানানোর পর বোর্ড আর ফিরে দেখতে চাইবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। দেখে নেওয়া যাক কারা রয়েছেন এই পদের দৌড়ে।

হার্শেল গিবস

হার্শেল গিবস

গিবস যে আবেদন করেচেন সেই বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পরিচিত এক সূত্র। তাঁর দাবি ভারতীয় মহিলা দলের কোচ হতে এই প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার খুবই আগ্রহী। তাঁর মতে এই পদটি অত্যন্ত মর্যাদার।

ডেভ হোয়াটমোর

ডেভ হোয়াটমোর

শ্রীলঙ্কা জাতীয় দলকে বিশ্বচ্য়াম্পিয়ন করেছিলেন এই অস্ট্রেলিয় কোচ। এছাড়া বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবোয়ের জাতীয় দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। আইপিএল-এ কলকাতা নাইটরাইডার্সদেরও কোচ ছিলেন।

টম মুডি

টম মুডি

২০০৭ বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন শ্রীলঙ্কাকে। আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদ দলকে কোচিং করিয়েছেন।

ভেঙ্কটেশ প্রসাদ

ভেঙ্কটেশ প্রসাদ

ভারতের প্রাক্তন এই জোরে বোলার এখনও কোনও দলের প্রধান কোচ হিসেবে কাজ করেননি। ভারতের জাতীয় দলে ও আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাব দলে তিনি বোলিং কো হিসেবে নিযুক্ত ছিলেন।

রে জেনিংস

রে জেনিংস

অল্প সময়ের জন্য দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ ছিলেন রে। তার আগে দক্ষিণ আফ্রিকা এ দলের কোচিং করিয়েছেন। আইপিএল-এ কোচ হিসেবে ২০০৮ সালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ফাইনালে তুলেছিলেন।

English summary
5 big names who have applied for the Head Coach position of the Indian women's cricket team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X