For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কাকে হারিয়ে মেয়েদের টি-২০ বিশ্বকাপের গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে ভারত

শ্রীলঙ্কাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের গ্রুপ শীর্ষে থেকে নকআউটে ভারত

  • |
Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৪ রান তাড়া করতে নেমে ৩২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। চলতি টি-২০ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের এটি টানা চার ম্যাচ জয়। এই জয়ের ফলে এ গ্রুপে শীর্ষস্থান থেকে সেমিফাইনালে গেল ভারতীয় দল। ১১৪ রান তাড়া করতে নেমে শাফালি বর্মা এদিন ৩৪ বলে ৪৭ রান করেন। রান আউট হয়ে মাঠ ছাড়ায় হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেন শাফালি। অন্যদিকে বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ জয়ের ভিত গড়ে দিয়েছিলেন রাধা যাদব। তিনিই ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন।

কেরিয়ারের সেরা বোলিং করে ম্যাচের সেরা রাধা

বল হাতে এদিন স্পিন ভেল্কি রাধা যাদবের। নির্ধারিত ৪ ওভারে ২৩ রান খরচ করে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কান ব্য়াটিং ইনিংসের ভিত নড়িয়ে দেন তিনি। যার সুবাধে সিংহলী মহিলা ক্রিকেট দলকে নির্ধারিত ২০ ওভারে ভারত সহজে ১১৩ রান আটকে রাখে। ৪ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন রাধা।

টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শাফালি

রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার নির্বিষ বোলিংয়ের বিরুদ্ধে এদিন দাপুটে ব্যাটিং শাফালি। ৩৪ বলে ৪৭ রান করে রানআউট হন। ৭টি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন। এই রান হাঁকানোর সুবাদে টুর্নামেন্টে এখন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাফালি। ৪ ম্যাচ খেলে শাফালি ১৬১ রান হাঁকিয়েছেন। ১৭৬ রান হাঁকিয়ে এই তালিকায় শীর্ষে ইংল্যান্ডের হেদার নাইট।

শাফালির ঝুলিতে আরও এক রেকর্ড

বয়স মাত্র ১৬, তাতে কি কেরিয়ারের প্রথম বিশ্বকাপেই সাড়া ফেরে দিয়েছেন শাফালি। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ১টি ছক্কা হাঁকালেন। ফলে চলতি বিশ্বকাপে তাঁর ছক্কা সংখ্যা দাঁড়াল ৯টি। যা অস্ট্রেলিয়ার মাটিতে এই বিশ্বকাপের সর্বোচ্চ।

কোন পথে সেমিতে ভারত, একনজরে পয়েন্ট টেবিল

অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। এরপর বাংলাদেশের বিরুদ্ধে ১৮ রানে জয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এরপর থ্রিলার লড়াইয়ে ভারত ৩ রানে জয় পায়। এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে উঠল উইমেন ইন ব্লু।

English summary
Indian Women Team beat Srilanka by 7 wickets in T20 CWC2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X