For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কীভাবে বিশ্বকাপে ফিরবেন, কবিতার মাধ্যমে জানালেন 'গব্বর'

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নবম ওভারে প্যাট কামিন্সের বলে প্রথমবার, আর ৪০ তম ওভারে কুল্টারনাইলের বলে দ্বিতীয়বার!

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নবম ওভারে প্যাট কামিন্সের বলে প্রথমবার, আর ৪০ তম ওভারে কুল্টারনাইলের বলে দ্বিতীয়বার! অজি ম্যাচে বাঁ-হাতের আঙুলে দু'বার চোট পেয়েও শতরান হাঁকিয়ে মাঠ ছেড়েছিলেন ভারতীয় ওপেনার শিখর 'গব্বর' ধাওয়ান। আঙুলের যন্ত্রণা নিয়েই ওভারের পর ওভার মনের জোরে পেসারদের সামলে গিয়েছিলেন সেদিন।

কীভাবে বিশ্বকাপে ফিরবেন, কবিতার মাধ্যমে জানালেন গব্বর

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার ফের মনের জোর দেখানোর পালা। কুল্টারনাইলের বলে দ্বিতীয়বারের আঘাত শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে তিন সপ্তাহের জন্য তাঁকে ছিটকে দিয়েছে। অর্থাৎ ভারত নকআউট উঠলে সেই ম্যাচগুলিতেই সম্ভবত ফিরতে পারেন গব্বর। শুশ্রূষায় সারা দিয়ে দ্রুত ফিরলে সেক্ষেত্রে নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগান ম্যাচ বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াইয়ে ফিরতে পারেন।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="hi" dir="ltr">Kabhi mehek ki tarah hum gulon se udte hain...<br>Kabhi dhuyein ki tarah hum parbaton se udte hain...<br>Ye kainchiyaan humein udne se khaak rokengi...<br>Ke hum paron se nahin hoslon se udte hain...<a href="https://twitter.com/hashtag/DrRahatIndori?src=hash&ref_src=twsrc%5Etfw">#DrRahatIndori</a> Ji <a href="https://t.co/h5wzU2Yl4H">pic.twitter.com/h5wzU2Yl4H</a></p>— Shikhar Dhawan (@SDhawan25) <a href="https://twitter.com/SDhawan25/status/1138711613815394305?ref_src=twsrc%5Etfw">June 12, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

বিনা মেঘে বাজ পড়ার মতো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ধাক্কাকে অবশ্য মনের জোরের লড়াই হিসেবে দেখছেন ভারতীয় ওপেনার। টুইটে এক কবিতা পোস্ট করে গব্বর সেকথাই বুঝিয়ে দিয়েছেন। কবিতার প্রথম দু'লাইনের মধ্যে ধাওয়ান বুঝিয়ে দিলেন, ছিটকে যাওয়ার পর তাঁর মন এখন ইস্পাতের মতো কঠিন। ভারতের জার্সিতে ফের মাঠে নেমে পড়ার জন্য আগ্নেয়গিরির লাভার মতো ভিতরে ভিতরে ফুটছেন তিনি।

পরের আরও দু'লাইন যোগ করে শিখর বুঝিয়ে দিলেন কোন বাধাই তাঁকে ক্রিকেট থেকে দূরে রাখতে পারবে না। দ্রুত চোট সারিয়ে বিশ্বকাপের ম্যাচে নামতে মুখিয়ে রয়েছেন ভারতীয় ওপেনার।

প্রসঙ্গত আইসিসি টুর্নামেন্ট এলেই ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন ধাওয়ান।সম্প্রতি ফর্ম হাতড়াচ্ছিলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধেও বলার মতো রান ছিল না তাঁর ব্যাটে। পরের ম্যাচেই অবশ্য অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে শতরানের ইনিংস খেলে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৫ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি'র শেষ তিন টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান হাঁকানোর রেকর্ড রয়েছে ধাওয়ানের। এবারও মনে করা হয়েছিল, সেই রেকর্ড ধরে রাখতে পারবেন গব্বর। তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় রেকর্ড ধরে রাখাতেও ধাক্কা খেলেন ধাওয়ান।

[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]

English summary
Injured Shikhar Dhawan shared a poem which speaks of his love for cricket&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X