For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাধা হবে কী বৃষ্টি?

ভারত-বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাধা হবে কী বৃষ্টি?

  • |
Google Oneindia Bengali News

শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মহা। তা এখন কেবলই নিম্নচাপে পরিণত। তা সত্ত্বেও কী বৃষ্টিতে ভাসতে চলেছে রাজকোটে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ? কী বলছে আবহাওয়া দফতর, ম্যাচ শুরু হওয়ার আগে এক নজরে দেখে নিন।

আবহাওয়া দফতরের বক্তব্য

আবহাওয়া দফতরের বক্তব্য

শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে গুজরাত উপকূলে আছড়ে পড়ার কথা ছিল ঘূর্ণিঝড় মহা-র। সকালে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু সেটি শক্তি হারিয়ে কেবল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতরে। সেক্ষেত্রে দুপুর থেকে রাজকোট সহ গুজরাতের উপকূলীয় ভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

ম্য়াচের ভবিষ্যত

ম্য়াচের ভবিষ্যত

এখনও পর্যন্ত যা খবর, ম্যাচ হলেও তাতে ওভারে কমতে পারে। ম্যাচ শুরু হওয়ার পর একাধিকবার বৃষ্টিতে খেলা ভেস্তে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। সব ধরনের পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামের গ্রাউন্ডস স্টাফদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

খেলা না হলে বাংলাদেশের সুবিধা

খেলা না হলে বাংলাদেশের সুবিধা

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে বসে আছে বাংলাদেশ। এই অবস্থায় বৃষ্টিতে রাজকোটের ম্যাচ ভেস্তে গেলে অ্যাডভান্টেজে থাকবে মহম্মদুল্লারাই। কারণ, তৃতীয় ম্যাচে ভারত জিতলেও সিরিজ বড়জোর টাই হতে পারে।

খেলা না হলে ভারতের অসুবিধা

খেলা না হলে ভারতের অসুবিধা

দিল্লির ম্যাচ হেরে বসে থাকা ভারত রাজকোটে যেনতেন প্রকারেণ জিততে চায়। কিন্তু ম্যাচ না হলে, ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয়ের সন্তুষ্টি পাবে না টিম ইন্ডিয়া। কে জানে, তৃতীয় ম্যাচে বাংলাদেশ আবার অঘটন ঘটিয়ে দিলে ঘরের মাঠে সিরিজ হারানোর ভয় থেকে যাবে ভারতীয় শিবিরে।

English summary
Is rain interrupted on India vs Bangladesh 2nd T20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X