For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুটিতে লুটি, বিশ্বকাপে শামি-বুমরাহের যুগলবন্দিতে ভারতের পকেটে ২৮ উইকেট

বিশ্বকাপে জুটিতে লুটি! চলতি বিশ্বকাপে জুটিতে ২৮টি উইকেট তুলে নিলেন শামি-বুমরাহ।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে জুটিতে লুটি! চলতি বিশ্বকাপে জুটিতে ২৮টি উইকেট তুলে নিলেন শামি-বুমরাহ। ভারতের হয়ে দুই পেসারের এই বিধ্বংসী ফর্মে ভর করেই বাংলাদেশকে হারিয়ে চলতি বছর টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। এর আগে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া।

শামি ইন, ভুবি আউট

শামি ইন, ভুবি আউট

শুরুতে ডাগআউটে বসতে হয়েছিল। দলের সঠিক কম্বিনেশনের খোঁজে ভুবি-বুমরাহের উপর আস্থা রেখেছিলেন কোহলি। পরে পাক ম্যাচে ভুবনেশ্বর চোট পেতে বদলি হয়ে দলে ঢুকে পড়েন মহম্মদ শামি।

বিশ্বকাপে কিংবদন্তিকে ছুঁলেন শামি

বিশ্বকাপে কিংবদন্তিকে ছুঁলেন শামি

বিশ্বকাপে কিংবদন্তি অনিল কুম্বলের রেকর্ড ছুঁলেন শামি। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩১টি উইকেট ছিল অনিল কুম্বলের। মঙ্গলবার বাংলাদেশের তামিল ইকবালকে আউট করে,টুর্নামেন্টের ইতিহাসে ৩১টি উইকেট তুলে নিয়ে কুম্বলের রেকর্ড স্পর্শ করলেন শামি।

বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় শামির স্থান কোথায়?

বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় শামির স্থান কোথায়?

১)জাহির খান-৪৪টি উইকেট-২৩ ম্যাচে
১) জভগল শ্রীনাথ- ৪৪টি উইকেট-৩৪ টি ম্যাচে
২) মহম্মদ শামি- ৩১ উইকেট-১১ ম্যাচে
৩) অনিল কুম্বলে-৩১ উইকেট-১৮ ম্যাচে
৪)কপিল দেব- ২৮উইকেট- ম্যাচ সংখ্যা ২৬

চলতি বিশ্বকাপে শামির পারফর্ম্যান্স

চলতি বিশ্বকাপে শামির পারফর্ম্যান্স

চলতি বিশ্বকাপে চার ম্যাচ খেলে শামির উইকেট সংখ্যা এখন ১৪টি।
প্রতিপক্ষ আফগানিস্তান- ৪টি উইকেট
প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ-৪টি উইকেট
প্রতিপক্ষ ইংল্যান্ড- ৫টি উইকেট
প্রতিপক্ষ বাংলাদেশ- ১টি উইকেট

বিশ্বকাপে জসপ্রীত বুমরাহ

বিশ্বকাপে জসপ্রীত বুমরাহ

বল হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন জসপ্রীত বুমরাহ। কেরিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে ৭ ম্যাচ খেলে পেয়েছেন ১৪ উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে ৪টি উইকেট পেয়েছেন জসপ্রীত। সেই সঙ্গে ম্যাচের শেষ দুই বলে টানা দুই উইকেট তুলে নিয়েছেন। ফলে শ্রীলঙ্কা ম্যাচে নিজের স্পেলের প্রথম বলেই উইকেট পেলে হ্যাটট্রিক সম্পূর্ণ করতে পারেন বুমরাহ।

 চলতি বিশ্বকাপের উইকেট প্রাপকদের তালিকায় শামি-বুমরাহ কত নম্বরে

চলতি বিশ্বকাপের উইকেট প্রাপকদের তালিকায় শামি-বুমরাহ কত নম্বরে

সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় ১৪ উইকেট তুলে নিয়ে ৬ নম্বরে রয়েছেন বুমরাহ, ১৪ উইকেট পেলেও রান খরচের বিচারে ৭ নম্বরে রয়েছেন শামি।

English summary
Jasprit Bumrah and Mohammed Shami partnerdhip takes 14 wickets in CWC2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X