For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন তেন্ডুলকরের পছন্দের অল রাউন্ডারদের তালিকায় কোন পাঁচ কিংবদন্তি, এক নজরে দেখে নিন

সচিন তেন্ডুলকরের পছন্দের অল রাউন্ডারদের তালিকায় কোন পাঁচ কিংবদন্তি, এক নজরে দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে অনেক রথি-মহারথির সঙ্গে এবং বিরুদ্ধে খেলেছেন লেজেন্ড সচিন তেন্ডুলকর। তাঁদের মধ্যে এমন কয়েক জন অল রাউন্ডার, যাঁরা তাঁর মনের মণিকোঠায় চিরতরে জায়গা করে নিয়েছেন, তেমনই কয়েকজন ক্রিকেটারের নাম উল্লেখ করলেন মাস্টার ব্লাস্টার। দেখে নেওয়া যাক সেই তালিকা।

কপিল দেব

কপিল দেব

ভারতকে ১৯৮৩-র বিশ্বকাপ দেওয়া কপিল দেব নিখাঞ্জ দেশের হয়ে ১৩১টি টেস্ট ও ২২৫টি ওয়ান ডে-তে যথাক্রমে ৫২৪৮ ও ৩৭৮৩ রান করার পাশাপাশি ৪৩৪ ও ২৫৩টি উইকেটও নিয়েছেন। কাছ থেকে দেখার সৌজন্যে কপিলকেই অন্যতম সেরা অল রাউন্ডার বেছেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

ইমরান খান

ইমরান খান

পাকিস্তানের হাতে ১৯৯২-র ক্রিকেট বিশ্বকাপ তুলে দেন ইমরান খান। এখন তিনি ওই দেশেরই প্রধানমন্ত্রী। জাতীয় দলের হয়ে ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ান ডে ম্যাচে যথাক্রমে ৩৮০৭ ও ৩৭০৯ রান করার পাশাপাশি ৩৬২ ও ১৮২ উইকেট নিয়েছেন ইমরান। এক সময়ের প্রতিপক্ষের প্রতি সমীহ ঝড়ে পড়েছে সচিন তেন্ডুলকরের গলায়।

রিচার্ড হ্যাডলি

রিচার্ড হ্যাডলি

নিউজিল্যান্ড লেজেন্ড স্যার রিচার্ড হ্যাডলি তাঁর ১৭ বছরের ক্রিকেট কেরিয়ারে ৪৮০০-র বেশি রান করার পাশাপাশি ৫৮০টি উইকেট নিয়েছেন। তাঁর বিরুদ্ধে খেলতে গিয়ে তাঁকে একাধিকবার সমস্যার মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন সচিন তেন্ডুলকর।

ইয়ান বথাম

ইয়ান বথাম

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্যার ইয়ান বথাম জাতীয় দলের হয়ে ১০২টি টেস্ট ও ১১৬টি ওয়ান ডে-তে যথাক্রমে ৫২০০ ও ২১১৩ রান করার পাশাপাশি ৩৮৩ ও ১৪৫টি উইকেটও নেন। এহেন ক্রিকেটারকে তালিকার চতুর্থ স্থানে রেখেছেন সচিন তেন্ডুলকর।

ম্যালকম মার্শাল

ম্যালকম মার্শাল

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ম্যালকম মার্শাল জাতীয় দলের হয়ে ৮১টি টেস্ট ও ১৩৬টি ওয়ান ডে-তে যথাক্রমে ১৮১০ ও ৯৫৫ রান করার পাশাপাশি ৩৭৬ ও ১৫৭টি উইকেট নেন। বিশ্বের অন্যতম গতিশীল বোলার মার্শালকে কুর্নিশ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন।

এমএস ধোনির ভারতীয় দলে প্রত্যাবর্তনের আশা নিয়ে সরব প্রাক্তনী আশীষ নেহরাএমএস ধোনির ভারতীয় দলে প্রত্যাবর্তনের আশা নিয়ে সরব প্রাক্তনী আশীষ নেহরা

English summary
Kapil Dev and Imran Khan are in the Sachin Tendulkar's favourite all-rounders list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X