For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজকের দিনেই ইতিহাস, ৩৬ বছর পর ফিরে দেখা বিশ্বকাপ

ঐতিহাসিক লর্ডসে একদিকে যখন বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মহারণে মুখোমুখি চিরশত্রু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, ঠিক তখনই এদিন এই মাঠে ইতিহাস রচনা করা কপিল দেবের দলকে স্মরণ করছেন ভারতবাসী।

  • |
Google Oneindia Bengali News

ঐতিহাসিক লর্ডসে একদিকে যখন বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মহারণে মুখোমুখি চিরশত্রু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, ঠিক তখনই এদিন এই মাঠে ইতিহাস রচনা করা কপিল দেবের দলকে স্মরণ করছেন ভারতবাসী।

আজকের দিনেই ইতিহাস, ৩৬ বছর পর ফিরে দেখা

১৯৮৩ সালের আজকের দিনেই লর্ডসে দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। ক্রিকেটের মক্কার ব্যালকনিতে কাপ হাতে দাঁড়িয়ে অধিনায়ক কপিল দেবের সেই ছবি দেখলে গর্বে বুক ভরে ওঠে না, এমন ভারতবাসী আছেন কী!

৩৬ বছর পর একই দিনে লর্ডসের সবুজ গালিচায় নেমে স্মৃতি রোমন্থন করেছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যরা। জানিয়েছেন, ১৯৮৩-র বিশ্বকাপে আন্ডারডগ তো দূর, কোনওমতে টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল কপিল দেব নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তার উপর টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক মাস আগে তরুণ কপিল দেবকে ধরেবেঁধে দলের অধিনায়ক করে দেওয়ায়, সেই বিশ্বকাপে ভারতের কোনও সম্ভাবনা নেই বলেই ধরে নিয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। দলের কাছ থেকে বিরাট কিছু আশা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ডও।

সেই দলই কুঁথে কুঁথে সেমি-ফাইনাল পর্যন্ত পৌঁছলোই শুধু নয়, শক্তিশালী ইংল্যান্ডকে রীতিমতো দাপটের সঙ্গে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল। ফাইনালে আর কেউ নয়, গত দুই বারের চ্য়াম্পিয়ন ক্লাইভ লয়েড, স্যার ভিভ রিচার্ডসের দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজকে সামনে পেয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীরা কিন্তু হাল ছেড়ে দিয়েছিলেন।

ওই ফাইনালে ক্যারিবিয়ানদের পক্ষে ৫০:১ অনুপাতে বাজি ধরেছিল বুকিরাও। হার নিশ্চিত ভেবে ভারতীয় দলের কয়েক জন খেলোয়াড় ম্যাচে শেষ আমেরিকায় ছুটি কাটাতে যাওয়ার প্ল্য়ানও ঠিক করে ফেলেছিলেন। কিন্তু হাল ছাড়েননি শুধু একজন। তাঁর নাম কপিল দেব নিখাঞ্জ। ৬০ ওভারের ওই ফাইনাল ম্যাচে শুরুতে ব্যাট করে ১৮৩ রান তোলে ভারতীয় দল।

স্যার ভিভিয়ান রিচার্ডস, ক্লাইভ লয়েড সম্বলিত ক্যারিবিয়ান ব্যাটিং লাইন-আপের কাছে সেই লক্ষ্য নস্যিরই সমান। তা জেনেও বিরতিতে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে জ্বালাময়ী বক্তব্য রেখেছিলেন তরুণ অধিনায়ক কপিল দেব। আর তাতেই গোটা দল চার্জড আপ হয়ে মাঠে নামেন বলে জানিয়েছেন সেই দলের সদস্যরা।

৫২তম ওভারের শেষ বলে মহিন্দর অমরনাথ যখন মাইকেল হোল্ডিংয়ে লেগ বিফোর উইকেট করেন, সেই মুহূর্তকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না ভারতীয় ক্রিকেটাররা। সেদিন সারা রাত জুড়ে উৎসব করেছিলেন সুনীল গাভাস্কাররা। সেদিন রাত জেগেছিল গোটা দেশ। মদনলালের বলে স্যার ভিভিয়ান রিচার্ডসের তোলা ক্যাচ পিছন দিকে দৌড়ে ধরেছিলেন অধিনায়ক কপিল দেব। ওই মুহূর্তকেই ম্যাচের টার্নিং পয়েন্ট ধরে ক্রিকেট বিশ্ব।

English summary
Kapil Dev's India created glory at 1983 World Cup on this day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X