For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছেড়ে দিয়েছে কেকেআর, আইপিএল-এ কি আছেন, নিজে কী বললেন মিচেল স্টার্ক

কেকেআর থেকে বিদায় ঘটে গেল মিচেল স্টার্কের। এই অজি পেসার-কে আর যে দলে রাখা হচ্ছে না তা কেকেআর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। মিচেল স্ট্রাক নিজেও একথা নিশ্চিত করেছেন। এই মুহূর্তে সিডনি-তে রয়েছেন স্টার্ক।

Google Oneindia Bengali News

কেকেআর থেকে বিদায় ঘটে গেল মিচেল স্টার্কের। এই অজি পেসার-কে আর যে দলে রাখা হচ্ছে না তা কেকেআর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। মিচেল স্ট্রাক নিজেও একথা নিশ্চিত করেছেন। এই মুহূর্তে সিডনি-তে রয়েছেন স্টার্ক। তবে আইপিএল ২০১৯-এ মিচেল স্টার্ক-কে কোনও দলের হয়ে খেলতে দেখা যাবে কি না তা নির্ভর করছে তাঁর উপরে। কারণ, ডিসেম্বরে আইপিএল-এর অকশনে থাকতে গেলে স্টার্ক-কে নিজেকে অফিসিয়ালি নাম লেখাতে হবে।

ছেড়ে দিয়েছে কেকেআর, আইপিএল-এ কি আছেন, নিজে কী বললেন মিচেল স্টার্ক

২০১৮-র আইপিএল-এ মিচেল স্টার্ক-কে ১৮ লক্ষ টাকা কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যান স্টার্ক। ২০১৯-এর গোড়া থেকে মাঝ বরাবর এত ক্রিকেট রয়েছে যে স্টার্ক-কে ঠিকমত পাওয়া নিয়েই সংশয় আছে। আইপিএল-এর পিঠোপিঠি রয়েছে বিশ্বকাপ ক্রিকেট। তারপরই রয়েছে অস্ট্রেলিয়া-র অ্যাসেজ সিরিজ। সুতরাং, অস্ট্রেলিয়ার হয়ে প্রস্তুতি-তেই মিচেল স্টার্ক-কে বেশি করে ব্যস্ত থাকতে হবে।

স্টার্ক জানিয়েছেন, দু'দিন আগেই কেকেআর তাঁকে ছেড়ে দেওয়ার সংবাদ দিয়েছে। ফলে এপ্রিল মাসে বাড়িতে কিছুটা সময় কাটাতে পারবেন বলে খুশি অজি পেসার। তিনি আরও জানিয়েছেন, যে গত আইপিএল-এর সময় টেস্ট সিরিজে চোটটা এমনভাবে পেয়েছিলেন যে তাতে তাঁর পক্ষে আইপিএল খেলা সম্ভব ছিল না। এর ফলে তাঁর উপকারই হয়েছিল বলে জানিয়েছেন তিনি। সারাক্ষণ ক্রিকেট খেলে শরীর ক্লান্ত ছিল। চোটের ফলে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছিলেন। ফলে, চোটও দ্রুত সেরে উঠেছিল।

ক্রিকেটে যত বেশি সংখ্যক টেস্ট ও একদিনে-র ম্যাচ খেলাই তাঁর লক্ষ্য বলেও জানিয়েছেন স্টার্ক। সুতরাং, কেকেআর থেকে বাদ পড়ে টি-২০ লিগের বাইরে কার্যত চলে যাওয়া-কে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন এই অজি পেসার। তাঁর কাছে টি-২০ খেলা মানে ভালো অর্থ আয় করা। কিন্তু, স্টার্কের দাবি তিনি ক্রিকেটার হিসাবে টেস্ট এবং একদিনের ম্যাচ-কেই আগে রাখেন। টি-২০ খেলাটা তাঁর কাছে বোনাস পাওনা। হলে ভালো। না হলে কোনও দুঃখ নেই। ক্রিকেট মহলের মতে, স্টার্ক-কে যে আইপিএল-এ পুরো সময়ের জন্য পাওয়া সম্ভব নয় তা বুঝতে পেরেই কেকেআর অজি পেসার-কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

English summary
Mitchell Starc will not play IPL for KKR in 2019 edition. Kolkata team releases the aussie pacer from the contract. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X