For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলিট ক্লাবে প্রবেশের থেকে আর ২৬ রান দূরে কেএল রাহুল

এলিট ক্লাবে প্রবেশের থেকে আর ২৬ রান দূরে কেএল রাহুল

  • |
Google Oneindia Bengali News

কাল অর্থাৎ শুক্রবার হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচই আর ২৬ রান করলে এক অন্যন্য নজিরের মালিক হবেন টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুল।

রাহুলের ৯৭৪

রাহুলের ৯৭৪

ভারতের হয়ে ৩১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কেএল রাহুল। ৯৭৪ রান এসেছে ভারতীয় ওপেনারের ব্যাট থেকে। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ২টি শতরানও রয়েছে রাহুলের।

২৬ রান দূরে

২৬ রান দূরে

চোটের কারণে শিখর ধাওয়ান ভারতীয় দলের বাইরে থাকায় হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে কেএল রাহুলকে ইনিংস শুরু করতে দেখা যাবে। এই ম্যাচে আর ২৬ রান করতে পারলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ হবে কেএল রাহুলের।

সপ্তম হবেন রাহুল

সপ্তম হবেন রাহুল

এমনটা হলে সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান হবে কেএল রাহুলের। ভারতীয়দের মধ্যে এই তালিকার শীর্ষে রয়েছেন রোহিত শর্মা (২৫৩৯ রান)। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (২৪৫০ রান)। বিশ্ব তালিকাতেও প্রথম দুটি স্থানে রয়েছেন তাঁরা।

দ্বিতীয় দ্রুততম

দ্বিতীয় দ্রুততম

হায়দরাবাদে এক হাজার রান পূর্ণ করলে দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটসম্য়ান হিসেবে (২৮টি ইনিংস) এই নজিরের মালিক হবেন রাহুল। তালিকার শীর্ষে থাকা ভারত অধিনায়ক বিরাট কোহলি ২৭টি ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছিলেন।

English summary
KL Rahul to join thousand club at the match against West Indies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X