For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সহকারি ব্যাটিং কোচ লান্স ক্লুজনার

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সহকারি ব্যাটিং কোচ নির্বাচিত হলেন লেজেন্ড লান্স ক্লুজনার।

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সহকারি ব্যাটিং কোচ নির্বাচিত হলেন লেজেন্ড লান্স ক্লুজনার। দেশের প্রাক্তন পেসার ভিনসেন্ট বার্নেসকে ওই সিরিজেই কুইন্টন ডি কক-দের বোলিং কোচ বেছেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সহকারি ব্যাটিং কোচ লান্স ক্লুজনার

এই মুহূ্র্তে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে ব্যস্ত ভারতীয় দল। দুই ম্য়াচের ওই সিরিজ শেষে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

ইংল্যান্ড বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এই সিরিজকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ করতে চাইছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার প্রতিচ্ছ্ববি যাতে এই সিরিজেও দেখা না যায়, তাই ডেভিড মিলারদের সহকারি ব্যাটিং কোচ অভিজ্ঞ ক্লুজনারকে বাছা হয়েছে বলে ক্রিকেট সাউথ আফ্রিকা সূত্রে খবর।

১৭১টি একদিনের ম্যাচে ৪১.১০-র গড়ে ৩৫৭৬ রান করেছেন লান্স ক্লুজনার। দুটি ওয়ান ডে সেঞ্চুরিও রয়েছে তাঁর। ৪৯টি টেস্ট ম্য়াচে ৪টি সেঞ্চুরি সহ ১৯০৬ রান করেছে প্রাক্তন প্রোটিয়া বাঁ-হাতি। কঠিন মুহূর্তে ব্যাটিং অর্ডারের নিচে নেমে ঝড়ো ইনিংস খেলে সবকিছু তছনছ করে দেওয়ার জন্য তিনি তাঁর সময়ে মাহের ছিলেন। ১৯৯৯-র বিশ্বকাপে জীবনের সেরা ফর্মে ছিলেন জুলু।

খেলা ছাড়ার পর কোচিং-কেই কেরিয়ার হিসেবে বেছে নেন লান্স। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দলকে প্রশিক্ষণ দেন তিনি। ২০১৬ সালে তিনি জিম্বাবোয়ে ক্রিকেট দলের ব্যাটিং কোচ নির্বাচিত হন। চলতি বছরে শুরু হতে চলা ইউরো টি-টোয়েন্টি স্লাম টুর্নামেন্টে অংশ নেওয়া গ্লাসগো জায়েন্টসের হেড কোচ নিযুক্ত হন লান্স ক্লুজনার।

English summary
Klusener has selected assistant batting coach of SA for T20 against India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X