For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খেলতে নামছেন ভবিষ্যতের বিরাট-রা, চোখ রাখতে হলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে-র ক্রীড়াসূচি জেনে নিন

১৩ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। এবারর বিশ্বকাপে খেতাব রক্ষার লড়াইতে নামবে ওয়েস্টইন্ডিজ দল।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

১৩ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। এবারর বিশ্বকাপে খেতাব রক্ষার লড়াইতে নামবে ওয়েস্টইন্ডিজ দল। তাদের প্রথম ম্যাচ আয়োজক দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে। গ্রুপ এ -তে দিন-রাতের ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই।

খেলতে নামছেন ভবিষ্যতের বিরাট-রা, চোখ রাখতে হলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে-র ক্রীড়াসূচি জেনে নিন

[আরও পড়ুন:সঞ্জয়ের জার্সি বদল, একসময়ের অপছন্দের তালিকায় থাকা দলেই পা বাড়ালেন চেতলাবাসী ]

অনুর্ধ্ব বিশ্বকাপ প্রতি দু বছর অন্তর হয়। জানুয়ারির ১৩ থেকে ফেব্রুয়ারি ৩ তারিখ অবধি চলবে। ১৬ টি দল সাতটি ভ্যেনুতে ও চারটি শহরে খেলা হবে। খেলা হবে ক্রাইস্টচার্চ, কুইন্সটাউন, তাউরাঙ্গা, ওয়াংঘারাইতে। একইসঙ্গে প্লেট টুর্নামেন্টও চলবে। ২৮ জানুয়ারি হবে প্লেট টুর্নামেন্টের ফাইনাল।

খেলতে নামছেন ভবিষ্যতের বিরাট-রা, চোখ রাখতে হলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে-র ক্রীড়াসূচি জেনে নিন

এদিকে দ্রাবিড়ের ছেলেরা নিজেদের অভিযান শুরু করবে জানুয়ারির ১৪ তারিখ। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মাউন্ট মানগানুই , বে ওভালে ম্যাচ। ভারতীয় সময় সকাল সাড়ে ছটা য় শুরু হবে ম্যাচ। ভারতের পরের ম্যাচ রয়েছে পাপুয়া নিউগিনি-র বিরুদ্ধে। সেই ম্যাচের তারিখ জানুয়ারির ১৬। সময় ও ভ্যেনু একই থাকবে।

খেলতে নামছেন ভবিষ্যতের বিরাট-রা, চোখ রাখতে হলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে-র ক্রীড়াসূচি জেনে নিন

খেলতে নামছেন ভবিষ্যতের বিরাট-রা, চোখ রাখতে হলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে-র ক্রীড়াসূচি জেনে নিন

জানুয়ারির ১৯ তারিখ ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবোয়ে। এই ম্যাচের পরই যদি ভারত এগিয়ে যেতে পারে বা কী অবস্থানে থাকে তারওপর নির্ভর করবে পরের পর্যায়ের খেলা। কোয়ার্টার ফাইনাল পর্বের খেলাগুলি থাকবে জানুয়ারির ২২- ২৬ তারিখ অবধি।

খেলতে নামছেন ভবিষ্যতের বিরাট-রা, চোখ রাখতে হলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে-র ক্রীড়াসূচি জেনে নিন

খেলতে নামছেন ভবিষ্যতের বিরাট-রা, চোখ রাখতে হলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে-র ক্রীড়াসূচি জেনে নিন

খেলতে নামছেন ভবিষ্যতের বিরাট-রা, চোখ রাখতে হলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে-র ক্রীড়াসূচি জেনে নিন

সেমিফাইনাল পর্বের খেলাগুলি এবং প্লে অফগুলি থাকবে ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে। আর ফাইনাল খেলা থাকবে ফেব্রুয়ারির ২ তারিখ। মাউন্ট মানগানুইতে সকাল সাড়ে ছটা থেকে হবে খেলা।

English summary
Know the full fixture of u_19 world cup before it starts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X