For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিন-রাতের টেস্ট ঘিরে গোলাপি কলকাতা, ইডেনে ম্যাসকট প্রকাশ সৌরভের

২২ নভেম্বর ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। গোলাপি বলের ম্যাচ ঘিরে ফুটছে কলকাতা। ম্যাচের প্রথম তিন দিনের টিকিট প্রায় শেষ।

  • |
Google Oneindia Bengali News

২২ নভেম্বর ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। গোলাপি বলের ম্যাচ ঘিরে ফুটছে কলকাতা। ম্যাচের প্রথম তিন দিনের টিকিট প্রায় শেষ। তারই মধ্যে সোমবার ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে দিন-রাতের টেস্টের ম্যাসকটের (পিঙ্কু ও টিঙ্কু) প্রকাশ ঘটালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। নীল টি-শার্ট পরিহিত গোলাপি রঙের দুই পুতুলের ছবি ও কার্ট-আউট ছড়িয়ে দেওয়া হয়েছে শহরের রাস্তায়। গোলাপি রঙে মুড়ে দেওয়া হয়েছে কলকাতা।

গোলাপি রঙ ও কার্টুন

গোলাপি রঙ ও কার্টুন

গোলাপি রঙ ও বিভিন্ন কার্টুনে মুড়ে দেওয়া হয়েছে ইডেন গার্ডেন্সের দেওয়াল। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, গলি এবং রাস্তায় প্ল্যাকার্ড-ব্যানারের পাশাপাশি গোলাপি দেওয়াল লিখনে শোভা বিকিরিত। ইন্ডিয়ান আর্ট কলেজের ২০ জন শিল্পী দিন রাত এক করে কার্টুন আঁকার কাজ করে চলেছেন।

রঙিন বেলুন

রঙিন বেলুন

আলোকিত গোলাপি রঙের বেলুন ইডেন গার্ডেন্সের মাথায় টাঙানো হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট শেষ না হওয়া পর্যন্ত সেটি আকাশে উড়বে বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সূত্রে জানানো হয়েছে।

আলোকিত মিনার

আলোকিত মিনার

ঐতিহ্যমণ্ডিত শহিদ মিনার, ফর্টি-টু (শহরের উচ্চতম বহুতল) সহ কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলি গোলাপি আলো দিয়ো সাজানো হয়েছে। কলকাতা পুরসভার কয়েকটি পার্কও গোলাপি আলোয় রঞ্জিত করা হয়েছে।

 গোলাপি ভেসেল

গোলাপি ভেসেল

সিএবি ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে হুগলি নদীতে ভাসমান এক ভেসেলও গোলাপি রঙে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ভেসেলটি হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতুর মধ্যে যাতায়াত করবে।

থ্রি-ডি ম্যাপিং

ভারত ও বাংলাদেশের মধ্যে দিন-রাতের টেস্ট শুরু হওয়ার দুই দিন আগে অর্থাৎ ২০ নভেম্বর থেকে কলকাতার টাটা স্টিল বিল্ডিং-এ গোলাপি বলের ক্রিকেটের থ্রি-ডি ম্যাপিং-র ব্যবস্থা করা হয়েছে।

বাসে পোস্টার

বাসে পোস্টার

কলকাতার ১২টি প্রান্তে লাগানো হয়েছে ম্যাচের প্রচারমূলক বিল বোর্ড। ম্যাচের আকর্ষণ বাড়াতে ৬টি এলইডি বোর্ড লাগানো হয়েছে শহরে। ভারত ও বাংলাদেশের মধ্যে দিন-রাতের টেস্ট নিয়ে প্রচারের লক্ষ্যে বাসের গায়েও লাগানো হচ্ছে গোলাপি পোস্টার।

English summary
Kolkata turns pink before day-night test between India and Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X