For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত শর্মাকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার বললেন বিশ্বকাপজয়ী ভারতীয়

রোহিত শর্মাকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার বললেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি

  • |
Google Oneindia Bengali News

টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মাকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার বললেন ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁর কথায়, রোহিত সবার থেকে আলাদা। ন্যাচারাল স্ট্রোক মেকার রোহিত বিশ্ব ক্রিকেটের অনেক রেকর্ড ভাঙবে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

কেন সেরা রোহিত

কেন সেরা রোহিত

১৯৮৩-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য তথা দেশের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্তের কথায়, ওয়ান ডে ক্রিকেটে বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন রোহিত শর্মা। শ্রীকান্তের মতে, ৫০ ওভারের ক্রিকেটে ১৫০, ১৮০ কিংবা ২০০ রান করা বেশ কঠিন ব্যাপার। কিন্তু রোহিত সেই লম্বা ইনিংস যে দক্ষতায় খেলতে পারেন, তা এক কথায় অসাধারণ বলে মনে করেন ভারতের প্রাক্তন আক্রমণাত্মক ওপেনার শ্রীকান্ত।

রোহিতের কেরিয়ার

রোহিতের কেরিয়ার

ভারতের হয়ে ৩২টি টেস্ট, ২২৪টি ওয়ান ডে ও ১০৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রোহিত শর্মা তিন ফর্ম্যাটে যথাক্রমে ২১৪১, ৯১১৫ ও ২৭৭৩ রান করেছেন। তিন ফর্ম্যাট মোট ৩৯টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর।

ওয়ান ডে স্পেশালিস্ট রোহিত

ওয়ান ডে স্পেশালিস্ট রোহিত

ওয়ান ডে ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। এই ফর্ম্যাটে ৪৯.২৭-এর গড়ে রান করার পাশাপাশি ২৯টি শতরান ও ৪৩টি অর্ধ-শতরান রয়েছে হিটম্যানের। ওয়ান ডে ক্রিকেটে তিনটি দ্বিশতরানরও মালিক রোহিত। তাঁর সর্বোচ্চ স্কোর ২৬৪। এই ফর্ম্যাটে রোহিত ১৪০-এর বেশি রান করেছেন ১১ বার। ঠিক এই কারণেই রোহিতকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ওপেনার বলছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

হার্ড হিটার

হার্ড হিটার

১৯৮১ থেকে ১৯৯২ পর্যন্ত ভারতের হয়ে ৪৩টি টেস্ট ও ১৪৬টি ওয়ান ডে ম্যাচ খেলা কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন, রোহিত শর্মার মতো হার্ড হিটার এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে কম রয়েছে। হিটম্যান ভবিষ্যতে আরও রেকর্ড ভাঙবেন বলে মনে করেন শ্রীকান্ত।

করোনা আটকাবেন সৌরভ, দাদার ৪৮তম জন্মদিনে আসছে 'মহারাজ মাস্ক'করোনা আটকাবেন সৌরভ, দাদার ৪৮তম জন্মদিনে আসছে 'মহারাজ মাস্ক'

English summary
Kris Srikkanth rates Rohit Sharma one of the all time great one day opener
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X