For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক নিয়ে কী বললেন চায়নাম্যান?

বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক নিয়ে কী বললেন চায়নাম্যান?

  • |
Google Oneindia Bengali News

প্রথমে রোহিত শর্মা ও কেএল রাহুলের দুর্দান্ত ব্যাটিং, মাঝে শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের ধামাকা এবং শেষে কুলদীপ যাদবের হ্যাটট্রিক ও মহম্মদ শামির তিন উইকেটের সৌজন্যে বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজকে গোহারা হারিয়েছে ভারত। ম্যাচের অন্যতম নায়ক ভারতীয় চায়নাম্যান নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট। কুলদীপের কথায়, গত চার-পাঁচ মাসের কঠোর পরিশ্রমের ফসল পেয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক

বিশাখাপত্তনমের ডু অর ডাই ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ওয়েস্ট ইন্ডিজের তিন জন ব্যাটসম্যানকে পরপর তিন বলে সাজঘরের রাস্তা দেখিয়ে টিম ইন্ডিয়ার জয়ের রাস্তা সাফ করেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। বিপজ্জনক শাই হোপ (৭৮), জেসন হোল্ডার (১১) ও আলজাররি জোসেফকে (০) পরপর আউট করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ভারতের চায়নাম্যান। ওই ম্যাচে ৫২ রানে তিন উইকেট নেন যাদব।

প্রথম ভারতীয় হিসেবে ওয়ান ডে-তে দ্বিতীয় হ্যাটট্রিক

প্রথম ভারতীয় হিসেবে ওয়ান ডে-তে দ্বিতীয় হ্যাটট্রিক

২০১৭ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে প্রথমবার হ্যাটট্রিক করেছিলেন কুলদীপ যাদব। বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একই নজির গড়লেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে ওয়ান ডে-তে দুই বার হ্যাটট্রিক করলেন ভারতীয় চায়নাম্যান।

বিশ্ব তালিকায় কারা

বিশ্ব তালিকায় কারা

ওয়ান ডে-তে দুই বার হ্যাটট্রিক নিয়ে পাকিস্তানের লেজেন্ড ওয়াসিম আক্রম, সাকলিন মুস্তাক, শ্রীলঙ্কার প্রাক্তন ফাস্ট বোলার চামিন্ডা ভাস ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের সঙ্গে একই আসনে বসার যোগ্যতা অর্জন করলেন ভারতের কুলদীপ যাদব।

বিশ্বকাপের পর বাদ

বিশ্বকাপের পর বাদ

গত দশ মাসে নিজের কেরিয়ারে প্রচুর চড়াই-উতরাই দেখেছেন কুলদীপ যাদব। ভারতের ইংল্যান্ড বিশ্বকাপগামী দলে জায়গা করে নেওয়া কুলদীপ, টুর্নামেন্ট শেষ হওয়ার পর টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েন। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর পরিবর্তে দলে নিয়মিত সদস্য হয়ে ওঠেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। টেস্টে ভারতীয় দলে সুযোগ পেলেও তাঁকে রিজার্ভ বেঞ্চেই বসতে হয়েছে।

চার-পাঁচ মাসের কঠিন পরিশ্রম

চার-পাঁচ মাসের কঠিন পরিশ্রম

মধ্যবর্তী সময়ে তিনি নিজের প্রতি আস্থা হারাননি বলে জানিয়েছেন ভারতীয় চায়না ম্যান কুলদীপ যাদব। এই সময়ে তিনি আরও বেশি পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন কুলদীপ। তিনি নিজের বোলিং-এ আরও বৈচিত্র আনার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন বাঁ-হাতি স্পিনার। তারপরেই এই সফলতা তিনি পেয়েছেন বলে দাবি কুলদীপের।

শাস্ত্রী-অরুণকে ধন্যবাদ

শাস্ত্রী-অরুণকে ধন্যবাদ

দুঃসময়ে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণ যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন, এর জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন কুলদীপ যাদব।

English summary
Kuldeep Yadav reacts on his second hat-trick in ODI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X