For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাইনালের আগে দেখে নিন চলতি বিশ্বকাপে কটি সেঞ্চুরি হাঁকালেন ব্যাটসম্যানরা

রবিবার বিশ্বকাপ ফাইনাল। লর্ডসে ইংল্যান্ড-নিউজল্যান্ড দ্বৈরথ। সেই লড়াইয়ে যে জিতবে প্রথমবারের জন্য বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পাবে তারা।

  • |
Google Oneindia Bengali News

রবিবার বিশ্বকাপ ফাইনাল। লর্ডসে ইংল্যান্ড-নিউজল্যান্ড দ্বৈরথ। সেই লড়াইয়ে যে জিতবে প্রথমবারের জন্য বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পাবে তারা। ফাইনালের আগে একনজরে দেখে নেওয়া যাক, চলতি বিশ্বকাপে সব মিলিয়ে এখনও পর্যন্ত কটি সেঞ্চুরি এল।

২০১৫ বনাম ২০১৯ বিশ্বকাপের সেঞ্চুরি সংখ্যার তুলনা

২০১৫ বনাম ২০১৯ বিশ্বকাপের সেঞ্চুরি সংখ্যার তুলনা

২০১৫ অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে ৩৮টি শতরান এসেছিল। এবার ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে ফাইনাল পর্বের আগে পর্যন্ত ৩০টি শতরান এসেছে।

একনজরে ক্রম অনুযায়ী ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ১৫টি সেঞ্চুরি

একনজরে ক্রম অনুযায়ী ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ১৫টি সেঞ্চুরি

১) জো রুট- ১০৭-প্রতিপক্ষ পাকিস্তান
২)জোস বাটলার ১০৩ রান-প্রতিপক্ষ পাকিস্তান
৩)রোহিত শর্মা- ১২২* রান-প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
৪)জেসন রয় ১৫৩ রান-প্রতিপক্ষ বাংলাদেশ
৫)শাকিব আল হাসান- ১২১ রান-প্রতিপক্ষ ইংল্যান্ড
৬)শিখর ধাওয়ান-১০৭ রান, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
৭)ডেভিড ওয়ার্নার- ১০৭ রান, প্রতিপক্ষ পাকিস্তান
৮) জো রুট- ১০০*-প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
৯)অ্যারন ফিঞ্চ- ১৫৩ রান, প্রতিপক্ষ শ্রীলঙ্কা
১০)রোহিত শর্মা- ১৪০-প্রতিপক্ষ পাকিস্তান
১১)শাকিব আল হাসান- ১২৪* রান, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
১২) ইয়ন মর্গ্যান- ১৪৮ রান, প্রতিপক্ষ আফগানিস্তান
১৩)কেন উইলিয়ামসন- ১০৬* রান, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
১৪)ডেভিড ওয়ার্নার- ১৬৬রান, প্রতিপক্ষ বাংলাদেশ
১৫)মুশফিকুর রহিম ১০২* রান, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

ক্রম অনুযায়ী ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ১৫টি সেঞ্চুরি

ক্রম অনুযায়ী ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ১৫টি সেঞ্চুরি

১৬) কেন উইলিয়ামসন- ১৪৮ রান, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
১৭)কার্লোস ব্রাথওয়েট- ১০১রান, প্রতিপক্ষ নিউজিল্যান্ড
১৮)অ্যারন ফিঞ্চ-১০০রান, প্রতিপক্ষ ইংল্যান্ড
১৯) বাবর আজম- ১০১*রান, প্রতিপক্ষ নিউজিল্যান্ড
২০)জনি বেয়ারস্টো- ১১১ রান প্রতিপক্ষ ভারত
২১)রোহিত শর্মা- ১০২ রান, প্রতিপক্ষ ইংল্যান্ড
২২)জনি বেয়ারস্টো- ১০৬ রান, প্রতিপক্ষ নিউজিল্যান্ড
২৩)নিকোলাস পুরাণ- ১১৮রান, প্রতিপক্ষ শ্রীলঙ্কা
২৪)রোহিত শর্মা-১০৪ রান, প্রতিপক্ষ বাংলাদেশ
২৫)ইমাম উল হক ১০০-প্রতিপক্ষ বাংলাদেশ
২৬)অ্যাঞ্জেলো ম্যাথিউস- ১০০রান, প্রতিপক্ষ ভারত
২৭) রোহিত শর্মা-১০৩ রান, প্রতিপক্ষ শ্রীলঙ্কা
২৮)লোকেশ রাহুল- ১১১রান, প্রতিপক্ষ শ্রীলঙ্কা
২৯) ফ্যাফ ডুপ্লেসি-১০০, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
৩০) ডেভিড ওয়ার্নার- ১২২ রান, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

English summary
list of centuries in icc cricket world cup 2019 till final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X