For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিজ জিতলে টালমাটাল পরিস্থিতির মাঝে সেটা বাংলাদেশের ক্রিকেটের কাছে অনুপ্ররণা হবে, বললেন মাহমুদুল্লা

ভারতের বিরুদ্ধে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগের সামনে বাংলাদেশ। দিল্লি ম্যাচ ৭ উইকেটে জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতকে প্রথমবার হারানোর স্বাদ পেয়েছে মুশফিকুররা।
 

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগের সামনে বাংলাদেশ। দিল্লি ম্যাচ ৭ উইকেটে জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতকে প্রথমবার হারানোর স্বাদ পেয়েছে মুশফিকুররা।

সিরিজ ১-০ এগিয়ে বাংলাদেশ

সিরিজ ১-০ এগিয়ে বাংলাদেশ

দিল্লি জয়ের ফলে, তিন ম্যাচের টি-টোয়েন্টি ডুয়েলে ১-০ এগিয়ে গিয়েছে মাহমুদুল্লাহ অ্যান্ড কোম্পানি। এবার বৃহস্পতিবার রাজকোটে মহারণে ভারতকে হারাতে পারলেই সিরিজ জেতার হাতছানির সামনে বাংলাদেশ।

বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ যা বললেন

বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ যা বললেন

ম্যাচের আগের দিন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, 'শেষ কয়েক সপ্তাহ বাংলাদেশ ক্রিকেটে টালমাটাল পরিস্থতি চলছে। যা বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। এর মাঝে ভারতের মতো শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশকে তাঁদের ডেরায় এসে টি-টোয়েন্টি সিরিজে হারাতে পারলে সেটা বাংলাদেশ ক্রিকেটের পক্ষে দারুণ অনুপ্রেরণার হতে চলেছে।'

সাবধানী বাংলাদেশ দল

সাবধানী বাংলাদেশ দল

সঙ্গে মাহমুদুল্লাহ আরও জুড়েছেন, 'আমরা প্রত্যেকেই ভারতের শক্তিগুলো জানি। সেকারণে আরও বেশি করে এটা জানি যে, ভারত এই ম্যাচে দারুণভাবে প্রত্যাঘাত দিতে চাইবে। সেকারণেই রাজকোটের ম্যাচে প্রথম বল থেকেই আমাদের সেরাটা উজার করে দিতে হবে। প্রথম ম্যাচেই সিরিজে এগিয়ে যাওয়ার কারণে, আমরা সবচেয়ে ভালো সুযোগের সামনে দাঁড়িয়ে রয়েছি। '

ক্রিকেট ধর্মঘট থেকে শাকিবের নির্বাসন

ক্রিকেট ধর্মঘট থেকে শাকিবের নির্বাসন

প্রসঙ্গত বাংলাদেশের ভারত সফর শুরুর আগে সেদেশে ক্রিকেট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ভারত সফরে আসার আগে বাংলাদেশের ক্রিকেটাররা ধর্মঘট ডাকেন।

বোর্ডের সঙ্গে আলোচনার পর সেই সমস্যা মিটলে এক টেলিকম সংস্থার সঙ্গে চুক্তির কারণে বোর্ডের শো-কজ লেটার পান শাকিব আল হাসান।

পরে ভারতীয় এক বুকির সঙ্গে তাঁর কথোপকথন গোপন করার কারণে আইসিসির থেকে নির্বাসিত হন শাকিব। সব বিতর্কের মাঝে ভারতে এসে এবার সিরিজ জিতলে সেটা বাংলাদেশের ক্রিকেটের পক্ষে হবে বড় পাওনা।

English summary
Mahmudullah riyad says, Series win will be big boost for Bangladesh cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X