For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্টে এই ব্যাটসম্যান এখন বিশ্বসেরা, ভারত সফরে তাঁকে নিয়ে আত্মবিশ্বাসী মার্ক ওয়া

টেস্টে এই ব্যাটসম্যান এখন বিশ্বসেরা, ভারত সফরে তাঁকে নিয়ে আত্মবিশ্বাসী মার্ক ওয়া

  • |
Google Oneindia Bengali News

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে এই মুহূর্তে বিশ্ব সেরা ব্যাটসম্যান হিসেবে শীর্ষস্থানে রয়েছেন বিরাট কোহলি। বিরাটের পরেই দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ক্রমতালিকার তিন নম্বরে রয়েছেন মার্নাস লাবুসানে। তবে ব়্যাঙ্কিং নয়, অজি কিংবদন্তি মার্ক ওয়ার মতে লাবুশানেই এখন বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের ডানহাতি ব্যাটসম্যানের সাম্প্রতিক ফর্মকে মাথায় রেখেই ওয়া এই মন্তব্য করেছেন বলে তিনি জানান।

লাবুসানেকে নিয়ে ওয়া যা বলেছেন

লাবুসানেকে নিয়ে ওয়া যা বলেছেন

'লাবুসানে এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান। তবে শুধু লাল বা পিঙ্ক বলে নয় সাদা বলেও লাবুসানে ভয়ংকর হয়ে উঠতে পারে। আমার বিশ্বাস সাদা বলের সীমিত ওভারের ক্রিকেটেও লাবুসানে দারুণ ব্যটিং করে ক্রিকেট সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিতে পারবে। অজি দলে সীমিতও ওভারে মার্নাস প্রথম চারে ব্যাট করার ক্ষমতা রাখে।'

 ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া, অভিষেকের পথে লাবুসানে

ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া, অভিষেকের পথে লাবুসানে

উল্লেখ্য জানুয়াতিতে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া দল।১৪ জানুয়ারি থেকে শুরু হতে চলা ওডিআই সিরিজে লাবুসানের দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে অভিষেক করার কথা রয়েছে।'

 অজিদের ভারত সফর নিয়ে ওয়ার মন্তব্য

অজিদের ভারত সফর নিয়ে ওয়ার মন্তব্য

অজিদের ভারত সফর নিয়ে ওয়া বলেছেন, 'ভারত সফরকারী অস্ট্রেলিয়া দল এবার অনেক বেশি শক্তিশালী। দলের টপ অর্ডারে একবার চোখ রাখুন। ওপেনিংয়ে ফিঞ্চ-ওয়ার্নার, এরপর তিনে স্টিভ স্মিথ ও চারে মার্নাস লাবুসানে। আমার মতে ওডিআই দলে লাবুসানের চারে খেলা উচিত। পেসের পাশাপাশি লাবুসানে স্পিনটাও দারুণ খেলতে পারেন। সুইপ শটও দারুণ খেলে। '

একনজরে লাবুসানের সাম্প্রতিক পারফর্ম্যান্স

একনজরে লাবুসানের সাম্প্রতিক পারফর্ম্যান্স

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হোম সেশনের শেষ ম্যাচে ২১৫ রান হাঁকিয়েছন লাবুসানে। এটাই টেস্ট কেরিয়ারে তাঁর প্রথম দ্বিশতরান। শেষ সাত ইনিংসে লাবুসানে একটি দ্বিশতরান, দুটি দেড়শো রানের ইনিংস, একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। হোম সিজনে পাঁচ ম্যাচে লাবুসানের সংগ্রহ ৮৩৭ রান।

English summary
Mark Waugh picks his choice of current number one Test batsman in the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X