For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাল অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ, কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মাশরাফি

কাল অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ, কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মাশরাফি

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশের ওয়ান ডে দলের অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি মোর্তাজা। শুক্রবার জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ বারের জন্য অধিনায়ক হিসেবে মাঠে নামবেন মাশরাফি।

বিশ্বকাপে মাশরাফিকে কি দেখা যাবে

২০২৩ সালে উপমহাদেশের মাটিতে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আসর। বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। সেই বিশ্বকাপে বাংলাদেশ দলের বড় ভরসার নাম মোর্তাজা। এদিন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেও বিশ্বকাপে ক্রিকেটার হিসেবে নিজেকে নির্বাচনের মধ্যে রাখলেন মোর্তাজা।

মাশরাফি যা বললেন

মাশরাফি যা বললেন

অধিনায়কত্ব ছাড়ার দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন মাশরাফি। তিনি বলেন, 'এতদিন ধরে দেশের ক্রিকেট সংস্থা আমার পাশে থাকায় আমি বোর্ডের সকলকে ধন্যবাদ জানাই। এবার অধিনায়কত্ব থেকে সরলাম। আগামী দিনে ক্রিকেটার হিসেবে দলের হয়ে নিজের সেরাটা দিয়ে যেতে চাই।'

সঙ্গে মাশরাফি আরও জুড়েছেন, 'কাল পর্যন্ত এই নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি,আজ সকালে মনে হল অনেক হয়েছে আর না!এবার থামা উচিত। ২০২৩ বিশ্বকাপকে ফোকাস করে এখন নতুন কারুর নেতৃত্ব নেওয়া উচিত।'

ঈশ্বকে ধন্যবাদ

হাঁটুতে সাত সাতবার অস্ত্রোপচার হয়েছে। তারপরও ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন। তাই অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে নামার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে নিজেকে ভাগ্যবান বলেছেন মাশরাফি।

বিশ্বকাপের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে ফেরেন

ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, মাশরাফি শেষবার বাংলাদেশের হয়ে খেলেছিলেন। এরপর সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই সিরিজ খেলছেন তিনি।

সিরিজে এগিয়ে বাংলাদেশ

মারশাফির অধিনায়কত্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

ওডিআইয়ে সবচেয়ে সফল

দেশের হয়ে ৮৭ টি ওডিআই ম্যাচে অধিনায়কত্ব করে মাশরাফি ৪৯ ম্যাচে জয় এনে দিয়েছেন। তিনিই ওডিআই ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। এছাড়াও তাঁর অধিনায়কত্বে বাংলাদেশ ১০টি টি-২০ ম্যাচ জিতেছে। ২০১৭ সালে টি-২০ থেকে অবসর ও ২০০৯ সালে মাশরাফি শেষ টেস্ট খেলেছেন।

English summary
Mashrafe Mortaza announces to step down as Bangladesh's ODI captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X