For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগ্রাসী পাকিস্তানের বিরুদ্ধে ছন্দের খোঁজে শ্রীলঙ্কা, কী হবে ফলাফল?

শুক্রবার ইংল্যান্ডের ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে বিশ্বকাপের এগারোতম ম্যাচে মুখোমুখি হতে চলা পাকিস্তান ও শ্রীলঙ্কার কাহিনী কিন্তু এখনও পর্যন্ত একই খাতে বইছে।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার ইংল্যান্ডের ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে বিশ্বকাপের এগারোতম ম্যাচে মুখোমুখি হতে চলা পাকিস্তান ও শ্রীলঙ্কার কাহিনী কিন্তু এখনও পর্যন্ত একই খাতে বইছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কার্যত পর্যুদস্ত হওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে অপ্রত্যাশিত জয় পায় সারফারাজ আহমেদের পাকিস্তান। অন্যদিকে, টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে শোচনীয় ভাবে আত্মসমর্পণের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে লড়ে হারায় দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা।

আগ্রাসী পাকিস্তানের বিরুদ্ধে ছন্দের খোঁজে শ্রীলঙ্কা, কী হবে ফলাফল?

তাই শুক্রবার নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে দুই দলই যে মরিয়া চেষ্টা করবে, সে ব্যাপারে নিশ্চিত ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে দিমুথ করুণারত্নে একাদশের থেকে সারফারাজ আহমেদ ইলেভেনকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশ্ব।

যার প্রথম কারণ, ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের অল-রাউন্ড পারফরম্যান্স। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় টসে হেরে ব্যাট করতে নেমেও শক্তিশালী ইংরেজ বোলারদের শাসন করে প্রায় সাড়ে তিনশো রান তোলে পাকিস্তান। যার নেতৃত্ব দেন অভিজ্ঞ মহম্মদ হাফিজ।

আবার সমালোচকদের ভাষায় খাতায়-কলমে 'বুড়ো' ওয়াহাব রিয়াজের নেতৃত্বে পাকিস্তানের বোলিং অ্যাটাক, ব্যাটিং জায়েন্ট ইংল্যান্ডকে নাকানি-চোবানি খাওয়ায়। সিনিয়রদের পারফরম্যান্সে উদ্বুদ্ধ হয়ে বাবর আজম, ইমাম-উল-হক, ফাকার জামানের মতো জুনিয়াররাও ভয়ঙ্কর হয়ে উঠলে সেই পাকিস্তানকে সামলানো শ্রীলঙ্কার পক্ষে মুশকিল হতে পারে।

আগ্রাসী পাকিস্তানের বিরুদ্ধে ছন্দের খোঁজে শ্রীলঙ্কা, কী হবে ফলাফল?

অন্যদিকে, ভয়ঙ্কর নিউজিল্যান্ড তো বটেই, সে তুলনায় কম শক্তিশালী আফগানিস্তানের বিরুদ্ধেও যেভাবে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ ধসে পড়ে, তাতে কিন্তু আশঙ্কিত হতে পারেন দ্বীপরাষ্ট্রের ক্রিকেট দলের সমর্থকরা। আফগানদের বিরুদ্ধে এই অবস্থা হলে ভয়ঙ্কর আগ্রাসী পাকিস্তানের বোলিং অ্যাটক কীভাবে সামলাবেন দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউসরা, সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

গত ম্যাচে শ্রীলঙ্কার হিরো অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ পাকিস্তানের বিরুদ্ধে ফেল করলে, বাকিরা পরিস্থিতি সামাল দিতে পারবেন কিনা, তা নিয়েও শঙ্কায় রয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত যা খবর, পাকিস্তানের বিরুদ্ধে টিম গেমেই আস্থা রাখছে শ্রীলঙ্কা।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

পাকিস্তান : ফাকার জামান, ইমাম-উল-হক, বাবর আজম, মহম্মদ হাফিজ, সারফারাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, হাসান আলি, ওয়াহাব রিয়াজ, মহম্মদ আমির।

শ্রীলঙ্কা : লাহিরু থিরিমানে, দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিজ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়-ডি-সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উড়ানা, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা।

English summary
আগ্রাসী পাকিস্তানের বিরুদ্ধে ছন্দের খোঁজে শ্রীলঙ্কা, কী হবে ফলাফল?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X