For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পড়ে পাওয়া সুযোগেই বদলে গেল অনেক কিছু! ইরানি কাপেই রোহিতদের দলে যোগ দিলেন মায়াঙ্ক আগরওয়াল

সিয়াট লিমিটেড-কে ব্যাট স্পনসর হিসেবে পেলেন মায়াঙ্ক আগরওয়াল।
 

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে তিনি প্রথম পছন্দ ছিলেন না। পৃথ্বী শয়ের চোট তার সামনে খুলে দিয়েছিল টেস্ট দলের দরজা। আর তারপর বক্সিং ডে টেস্টে সুযোগ পেয়েই অভিষেক ইনিংসে গুরুত্বপূর্ণ ৭৬ রান করে ভারতের ঐতিহাসিক জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মায়াঙ্ক আগরওয়াল। এতেই অনেকটা বদলে গিয়েছে তাঁর জীবন। সিয়াট লিমিটেড মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) তাঁর ব্য়াট স্পন্সসর হিসেবে যুক্ত হল।

পড়ে পাওয়া সুযোগেই বদলে গেল অনেক কিছু

ঘরোয়া ক্রিকেটে এতদিন গাদা গাদা রান করলেও আশ্চর্যজনকভাবে এতদিন এই ২৭ বছরের কর্ণাটকি ওপেরানারের ব্যাটের কোনও স্পন্সসর ছিল না। এদিন ইরানি কাপের ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে তিনি অবশিষ্ট ভারতের হয়ে সিয়াটের স্টিকার দেওয়া ব্যাট নিয়ে প্রথমবার মাঠে নামলেন।

তাঁর নতুন চেহারার ব্যাট থেকে এদিন এল ১০টি চার ও ৩টি ছয়। ১৩৪ বল খেলে মাত্র ৫ রানের জন্য শতান হারালেন তিনি।

এরফলে তিনি যোগ দিলেন ভারতের সীমিত ওভারের ক্রিকেটের সহঅধিনায়ক রোহিত শর্মা সম্বৃদ্ধ সিয়াট দলে। সিয়াট লিমিটেড মায়াঙ্ক ও রোহিত ছাড়াও আজিঙ্কা রাহানে, ইশান কিশান, শুভমান গিল ও মহিলা দলের টি২০ অধিনায়িকা হরমনপ্রিত কৌর-এরও ব্য়াট স্পন্সসর করে থাকে।

এই বিষয়ে সিয়াট লিমিটেডের এমডি অনন্ত গোয়েঙ্কা জানিয়েছেন মায়াঙ্কের মতো প্রতিভাবান ব্যাটসম্যান সিয়াট ব্র্যান্ডের প্রতিনিধি হওয়ায় তাঁরা গর্বিত। তাঁরা মনে করেন মায়াঙ্ক ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের সেরা খেলোয়াড় হয়ে উঠতে পারেন।

মায়াঙ্ক আগরওয়াল এই বিষযে জানিয়ছেন, সিয়াট সংস্থার সঙ্গে ক্রিকেটের দীর্ঘ ইতিহাস রয়েছে। সিয়াটের সঙ্গে জড়িত একগুচ্ছ প্রতিভাবান ক্রিকেটারের দলে যোগ দিয়ে তিনি সম্মানিত।

English summary
Mayank Agarwal has got CEAT Ltd as the sponsor for his bat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X