For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনে ডন ব্র্যাডম্যানকে ধরার সুযোগ পাবেন মায়াঙ্ক আগরওয়াল, বিস্তারিত জেনে নিন

ইডেনে ডন ব্র্যাডম্যানকে ধরার সুযোগ পাবেন মায়াঙ্ক আগরওয়াল, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টার মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্টও জয়ের দাবিদার বলা চলে। এই ম্যাচেই মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানকে ছোঁয়ার সুযোগ পাবেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল।

মায়াঙ্কের কীর্তি

মায়াঙ্কের কীর্তি

২০১৮ সালে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয় মায়াঙ্ক আগরওয়াল। তারপর থেকে এখনও পর্যন্ত আটটি টেস্টে ৭১.৫০-র গড়ে ৮৫৮ রান করেছেন ভারতীয় ওপেনার। তিনটি শতরান (দুটি দ্বিশতরান) এসেছে মায়াঙ্কের ব্যাট থেকে।

১২টি ইনিংস

১২টি ইনিংস

এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ১২টি টেস্ট ইনিংস খেলেছেন মায়াঙ্ক আগরওয়াল। কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে আর ১৪২ রান করলেই টেস্ট ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ হবে মায়াঙ্কের। সেই সঙ্গে মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানকে ধরে ফেলবেন ভারতীয় ওপেনার।

ডনের নজির

ডনের নজির

নিজের টেস্ট কেরিয়ারের শুরুতে ১৩টি ইনিংস খেলে ১ হাজার রান করেছিলেন অস্ট্রেলিয়ার লেজেন্ড ডন ব্র্যাডম্যান। ১২টি টেস্ট ইনিংসে ১ হাজার রান করে তালিকার প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার এইচ সাটক্লিফে ও ওয়েস্ট ইন্ডিজের ইডি উইকেস।

ডনকে টপকে

ডনকে টপকে

১৩টি টেস্ট ইনিংস খেলে কেরিয়ারের প্রথম দুটি দ্বিশতরান পেয়েছিলেন অস্ট্রেলিয়ান লেজেন্ড ডন ব্র্যাডম্যান। ইন্দোর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান (১২ ইনিংসে ২টি) হাঁকিয়ে ডন-কে টপকে যান মায়াঙ্ক আগরওয়াল।

English summary
Mayank Agarwal will get a chance to equal Don Bradman in day-night test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X