For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ড ম্যাচে অনন্য রেকর্ডের মালিক হচ্ছেন এমএস ধোনি, কোন রেকর্ড?

নিউজিল্যান্ড ম্যাচেই নতুন রেকর্ডের মালিক হচ্ছেন এমএস ধোনি, কোন রেকর্ড?

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচে কী দেখা যাবে আরও একটি রোহিত ধামাকা না কোহলি ক্যারিশমা, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তারই মধ্যে নিশ্চুপে এই ম্যাচেই যে এক অনন্য রেকর্ডের মালিক হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি, তা অনেকেরই অজানা।

নিউজিল্যান্ড ম্যাচে অনন্য রেকর্ডের মালিক হচ্ছেন এমএস ধোনি, কোন রেকর্ড?

ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমি ফাইনাল ধোনির জীবনের সাড়ে তিনশোতম ম্যাচ হতে চলেছে বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা। উইকেটরক্ষক হিসেবে একটানা এতগুলি ম্যাচ খেলার নজির বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের নেই। শ্রীলঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারা উইকেটরক্ষক হিসেবে ৩৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও তা একটানা নয় বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

অন্যদিকে, বিশ্ব ক্রিকেটে দশম খেলোয়াড় এদিন সাড়ে তিনশো ক্লাবে ঢুকবেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয়দের মধ্যে এর আগে এতগুলি ম্যাচ খেলার নজির ছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের। কেরিয়ারে ৪৬৩টি ওয়ান ডে ম্যাচ খেলেন তিনি। এই তালিকায় মাহিলা জয়াবর্ধনে (৪৪৮টি), সনৎ জয়সূর্য (৪৪৫টি), কুমার সাঙ্গাকারা (৪০৪টি), শাহিদ আফ্রিদি (৩৯৮টি), ইনজামাম উল হক (৩৭৮টি), রিকি পন্টিং (৩৭৫টি), ওয়াসিম আক্রম (৩৫৬টি) এবং মুথাইয়া মুরলীধরনের মতো ক্রিকেটীয় লেজেন্ডরাও রয়েছেন।

এখনও পর্যন্ত ৩৪৯টি ম্যাচের মধ্যে ৩৪৬টি ভারতের জার্সিতে ও ৩টি এশিয়া ইলেভেনের হয়ে খেলেছেন এমএস ধোনি। ২০০টি ওয়ান ডে-তে অধিনায়কত্ব করেছেন এমএসডি।

English summary
MS Dhoni certain to script history in World Cup match against New Zealand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X