For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির কোনও দুর্বলতা নেই, ভারত-অজি ম্যাচের আগে মাহিকে নিয়ে হাসির মূল্যায়ন


 প্রোটিয়া বধ করে বিশ্বকাপ অভিযান শুরু, কোহলিদের সামনে প্রতিপক্ষ এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া।

  • |
Google Oneindia Bengali News

প্রোটিয়া বধ করে বিশ্বকাপ অভিযান শুরু, কোহলিদের সামনে প্রতিপক্ষ এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। শেষবারের বিশ্বকাপে এই অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনাল হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল। সেদিনের ভারত অধিনায়ক ধোনি আজ নীল জার্সির সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। ভারত- অস্ট্রেলিয়া ম্যাচের ৪৮ ঘন্টা আগে সেই ধোনিকে নিয়েই বড় মন্তব্য করলেন তাঁরই আইপিএল দলের ব্যাটিং কোচ মাইক হাসি।

ধোনির কোনও দুর্বলতা নেই, ভারত-অজি ম্যাচের আগে মাহিকে নিয়ে হাসির মূল্যায়ন

আইপিএলে চেন্নাই দলের ব্যাটিং কোচের ভূমিকায় ধোনির সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন হাসি। হলুদ আর্মিকে কোচিং করানোর আগে ধোনির সঙ্গে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেওছেন। সেই সুবাদেই অজি ক্রিকেটারদের মধ্যে ধোনিকে অন্যদের থেকে অনেক বেশি চেনেন মাইক। ওভাল মহারণের আগে তাই ৩৭ এর ধোনিকে নিয়ে মূল্যায়ন করতে বসে হাসি বলেন, 'ধোনির কোনও দুর্বলতা নেই।' সঙ্গে হাসি আরও বলেছেন, 'দুর্বলতা থাকলেও সেটা খুবই সামান্য,যে সেই নিয়ে কোনও আলোচনা চলে না।'

ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিলেও নিজের দেশের দলকে নিয়ে আত্মবিশ্বাসী অজি প্রাক্তনি। হাসি বলেন,ভারতের প্রত্যেক ক্রিকেটারের জন্যেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা পরিকল্পনা তৈরি রেখেছে।

প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকাকে পর্যুদস্ত করে উনিশের বিশ্বকাপে এবার অভিযান শুরু করেছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই দারুণ জয় পেয়েছে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ রানে ম্যাচ জিতেছে অজিরা। ব্যাটে কুল্টারলাইন ৯২ ও বল হাতে মিচেল স্টার্ক ৪৬/৫ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়নদের জোর ধাক্কা দিয়েছে। রবির ম্যাচে আইসিসি'র ওয়ান ডে ক্রমতালিকার দুই(ভারত) বনাম পাঁচের(অস্ট্রেলিয়া) লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে বলে মনে করেছে ক্রিকেটমহল।

English summary
MS Dhoni Does Not Have "Many Weaknesses", Says CSK Batting Coach Mike Hussey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X