For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের প্রথম ম্যাচে জোড়া রেকর্ড ধোনির

সাউদাম্পটনে প্রোটিয়াদের বিরুদ্ধে ২২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে রোহিতের অপরাজিত ১২২ রানে ভর করে ছয় উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত।

  • |
Google Oneindia Bengali News

সম্ভবত কেয়িরারে শেষ বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপ খেলতে নেমে প্রথম দিনেই জোড়া রেকর্ডের মালিক মহেন্দ্র সিং ধোনি।

সাউদাম্পটনে প্রোটিয়াদের বিরুদ্ধে ২২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে রোহিতের অপরাজিত ১২২ রানে ভর করে ছয় উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। ম্য়াচে ব্য়াটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স করে প্রশংসা কুড়িয়েছে মেন ইন ব্লু। পেসারদের মধ্য়ে দুটি উইকেট বুমরাহের (2/35), আর স্পিন ভেল্কিতে প্রোটিয়া বধের আসল কারিগর যুজবেন্দ্র চাহাল। ম্যাচে চার উইকেট পেয়েছেন চাহাল (4/51) । কোহলিদের এমন ঝকঝকে পারফর্ম্যান্সের মাঝেই দস্তানা হাতে নিঃশব্দে দুটি রেকর্ড গড়ে ফেললেন মাহি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে জোড়া রেকর্ড ধোনির

বৃহস্পতিবার চাহালের বলে ফেহলুকওয়াওকে স্টাম্প করে পাকিস্তানের মইন খানের রেকর্ড ছুঁয়ে ফেললেন ধোনি।এর আগে লিস্ট এ ক্রিকেটে পাক উইকেট কিপার মইন খানের সবচেয়ে বেশি ১৩৯টি স্টাম্পিংয়ের কীর্তি ছিল। প্রোটিয়া অল-রাউন্ডার ফেহলুকওয়াওকে স্টাম্প করে সেই রেকর্ডই স্পর্শ করলেন মাহি। চলতি বিশ্বকাপ আর একটি স্টাম্পিং করতেই মইনকে টপকে যাবেন তিনি।

সেই সঙ্গে প্রথম কিপার হিসেবে, দস্তানা হাতে ৬০০ আন্তর্জাতিক ইনিংসে কিপিং করার কীর্তি গড়লেন এমএসডি।

একনজরে দেখে নেওয়া যাক, উইকেটের পিছনে সবচেয়ে বেশি ইনিংস কিপিং করেছেন যারা

ভারতের মহেন্দ্র সিং ধোনি- ৬০০*
দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার- ৫৯৬
শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা- ৪৯৯
অস্ট্রেলিয়ার অ্য়াডাম গিলক্রিস্ট-৪৮৫

অন্যদিকে ফেহলুকওয়াওকে স্টাম্প করে বিশ্বকাপে কিপারদের মধ্যে সবেচেয়ে বেশি আউট করার তালিকায় নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালামকে টপকে গেলেন ধোনি।

একনজের কিপারদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি আউট করেছেন যারা

শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা- ৫৪
অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট- ৫২
ভারতের ধোনি-৩৩*
নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম- ৩২
দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার-৩১

English summary
MS Dhoni registers 2 world records aginst South Africa match in world cup 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X