For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির ধীরগতির ইনিংসেই কি ভারতের হার - দুই দলের দুই সেরাই কিন্তু অন্য কথা বলছেন

প্রথম টি২০আই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধোনির ধীর গতির ইনিংস তীব্র সমালোচিত হয়েছে, কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল ও জসপ্রিত বুমরা তাঁকে সমর্থন করলেন। 

  • |
Google Oneindia Bengali News

টি২০আই সিরিজের প্রথম ম্যাচেই জিতে ভারতের বিরুদ্ধে ১-০ ফলে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিশাখাপত্তনমে আগে ব্যাট করতে নেমে ভারতের ইনিংসের শুরুটা ভালই হয়েছিল। কিন্তু তারপরই ভারতের ব্য়াটিংয়ে ধস নামে। ২০ ওভারে মাত্র ১২৬ রানেই আটকে যায় ভারত। শেষ পর্যন্ত ধোনি ক্রিজে থাকলেও তিনি ৩৭টি বল খেলে মাত্র ২৯ রান করতে পেরেছিলেন।

পরাজয়ের পর তাঁর এই ধীর গতির ইনিংস-কেই হারের জন্য দায়ী করেছে ভারতীয় সমর্থকদের একাংশ। ঠাট্টা করা হয়েছে ধোনির ইনিংস নিয়ে। উঠেছে তাঁর অবসরের দাবিও। এই অবস্থায় কিন্তু আকস্মিকভাবেই ধোনির পাশে দাঁড়ালেন অজিদের হয়ে ম্যাচে সর্বোচ্চ রান করা গ্লেন ম্য়াক্সওয়েল। ধোনিকে সমর্থন করলেন ভারতের পক্ষে সেরা বোলার জসপ্রিত বুমরাও।

এরপর ২৭ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে বেঙ্গালুরুতে মুখোমুখি হবে দুই দল। সিরিজ হার বাঁচাতে গেলে সেই ম্য়াচে জিততেই হবে ভারতকে।

ম্যাচে কী ঘটেছিল?

ম্যাচে কী ঘটেছিল?

প্রথমে ব্য়াট করে ১০ ওভারের শেষে ২ উইকেট হারিয়ে ৮০ রান তুলে ফেলেছিল ভারত। কিন্তু এর ৭ ওভার পর ভারতের স্কোর দাঁড়ায় ১০৯/৭। একদিকে ছিলেন বিশ্বের অন্যতম সেরা ফিনিশার হিসেবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি অপরদিকে যুজবেন্দ্র চাহাল। ধোনি শেষ ওভারে একটি ছয় মারা ছাড়া একটিও বাউন্ডারি মারতে পারেননি। সেই সঙ্গে স্ট্রাইক ধরে রাখার জন্য কয়েকটি সিঙ্গলস নেওয়ার সুযোগ থাকলেও নেননি।

ধোনির অবসরের দাবি

ভারত পরাজিত হওয়ার পরই ক্রিকেট ভক্তদের একাংশ ধোনির অবসরের দাবি তুলেছে। তাঁর ব্য়াটিং শেষ হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে। এই ভারতীয় দলে ধোনির দরকার ফুরিয়েছে, বিশ্বকাপেও ধোনির যাওয়া উচিত নয় - এমন কথাও হয়েছে। তাঁর মন্থর ব্য়াটিং নিয়ে মিমে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

পাশে দাঁড়ালেন ম্যাক্সওয়েল

পাশে দাঁড়ালেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার হয়ে ৪৩ বলে ৫৬ রান করে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। ম্য়াক্সওয়েল বলেছেন, উইকেট ব্য়াটিং-এর জন্য কঠিন ছিল। এমএস ধোনি বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। উল্টো দিকে ছিলেন চাহাল, যিনি ব্য়াটসম্য়ান নন। ধোনির মতো 'পাওয়ার হিটার'-ই যেখানে মারতে পারছিলেন না, সেখানে চাহাল স্চট্রাইক পেলে বেশি কিথছু করতে পারতেন না। তাই স্ট্রাইক নিজের হাতে ধরে রেখে ঠিকই করেছেন ধোনি। সেই সঙ্গে দলের বোলারদের আঁটসাঁট লাইনে বোলিং-এর প্রশংসাও করেছেন তিনি।

কী জানালেন বুমরা

কী জানালেন বুমরা

ম্য়াচে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরা। ভারতের এই মুহূর্তের সেরা বোলারও জানিয়েছেন ধোনি একেবারে যথাযথই খেলেছেন। দ্রুত কিছু উইকেট চলে যাওয়ায় একদিক ধরে রাখাটা দরকারি ছিল। তবে তাঁর মতে ভারতের আরও ১৫-২০টা রান বেশি তোলা উচিত ছিল। দ্রুত উইকেট হারানোতে যা হয়নি।

English summary
MS Dhoni's slow innings against Australia in 1st T20I attracted much criticism, but he received support from Glenn Maxwell and Jasprit Bumrah.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X