একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে হ্যামিল্টনে প্রথমে ব্যাট করে মাত্র ৯২ রানে ধরাশায়ী হয়েছিল ভারতীয় দল। রবিবার (১০ ফেব্রুয়ারি) টি২০আই ম্যাচেও সেডন পার্কে ফের হাতুড়ির ঘা খেল ভারতীয় দল। ৪০ বলে ৭২ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেললেন কলিন মুনরো। ৪৩ ও ৩০ রানের ক্যামিও ইনিংস এল সেইফার্ট ও গ্র্যান্ডহোমির ব্যাট থেকেও। ভারতের সামনে ২১৩ রানের রেকর্ড-ভাঙা লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিল নিউজিল্যান্ড।
তাও শেষ দুই ওভারে ভুবনেশ্বর ও খলিল নানা বৈচিত্রপূর্ণ ডেলিভারিতে শেষ ২ ওভারে ২০ রান দিলেন। নাহলে নিউজিল্যান্ড যেভাবে এগোচ্ছিল, তাতে আরও বড় রান উঠতে পারত। অবশ্য এতে ভারতীয় বোলারদের দোষ দিয়ে লাভ নেই। সেডন পার্কের এদিনের পিছে বোলারদের জন্য বলতে গেলে কিছুই নেই। একেবারে পাটা পিচের পাশাপাশি মাঠের সীমানার পরিধিও অনেকটা ছোট করে দেওয়া হয়েছে।
তবু এর মধ্যেও তাঁর প্রতিভাকে তুলে ধরলেন কুলদীপ। ভুবনেশ্বর (৩৭), খলিল (৪৭), হার্দিক (৪৪), ক্রুণাল (৫৪) প্রত্যেকেই যেখানে চুড়ান্ত মার খেলেন, সেখানে ভারতের চায়নাম্যান ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে সেইফার্ট ও মুনরোর গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিলেন।
অষ্টম ওভারে তাঁর বলের ঘুর্ণি ও ধোনির ক্ষিপ্রতায় সেইফার্ট যখন আউট হলেন তখনই কিউইরা ৮০ রানে পৌঁছে গিয়েছিল। এরপরেও মুনরো তাঁর ধ্বংস লীলা চালিয়ে যান। এদিন তিনি ৫টি চার ও ৫টি ছয় মেরেছেন। তবে এদিন তাঁকে ৬০ রানের মাথায় একবার জীবন দেন খলিল আহমেদ।
Lightning quick and how ⚡️⚡️#NZvIND pic.twitter.com/jAcilR7xON
— BCCI (@BCCI) February 10, 2019
১৩তম ওভারে হার্দিক পাণ্ডিয়ার একটি দুর্দান্ত স্লোয়ার ডেলিভারি না বুঝতে পেরে ক্যাচ তুলেছিলেন মুনরো। ফাইন লেগে দাঁড়ানো খলিল কয়েক পা ডান দিকে সরলেই সেই ক্যাচ ধরতে পারতেন। কিন্তু লোপ্পা ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন তিনি। ভারতকে কিন্তু এই সিরিজে ফিল্ডিং বেশ ভোগালো।
তবে শেষ পর্যন্ত কুলদীপ ১৪তম ওভারে তাঁকে পরাস্ত করেন। সেই সময় কিউইদের রান ছিল ১৩৫। মুনরোর অপর প্রান্তে অধিনায়ক কেইন উইলিয়ামসন (২১ বলে ২৭) এদিন ছিলেন অ্যাঙ্করের ভূমিকায়। মুনরো আউট হওয়ার পর তিনি চালকের ভূমিকা নিতে গিয়েছিলেন। খলিল আহমেদের বলে পরের ওভারেই তিনি প্যাভিলিয়নে ফেরেন।
The Munro show is over! Tried to launch another one out of the ground, but spoons it to Hardik coming in at long on, who makes no mistake
— BCCI (@BCCI) February 10, 2019
NZ 140/2 after 14 https://t.co/hL4Vq4hUCv #NZvIND pic.twitter.com/IGneqmAjIC
এরপর পর পর বাউন্ডারি পাচ্ছিলেন কলিন ডি গ্র্যান্ডহোমি (১৬ বলে ৩০) ও ডেরিল মিচেল (১১ বলে ১৯*)। সেই সময় নিউজিল্য়ান্ড ২২৫-২৩০ আরামসেই তুলে নেবে মনে হচ্ছিল। কিন্তু শেষ দুই ওভারে ভুবি ও খলিল রাশ টেনে ধরায শেষ পর্যন্ত তা হয়নি। ভুবনেশ্বরের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন গ্র্যান্ডহোমি।
Bhuvi strikes. This is so wide, but de Grandhomme swings himself off his feet trying to get to it. Gets an outside edge and Dhoni does the rest.
— BCCI (@BCCI) February 10, 2019
NZ 193/4 in 18.2 overs #NZvIND pic.twitter.com/okeKasIQJw
এবার ভারতীয় ব্য়াটসম্যানরা পাটা পিচে এই বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করে সফল হতে পারেন কিনা সেটাই দেখার।
Innings Break!
— BCCI (@BCCI) February 10, 2019
New Zealand post a mammoth total of 212/4 for #TeamIndia to chase.
Will India chase this down or will the Kiwis defend their total? #NZvIND pic.twitter.com/s4ShooR4NU