ওয়েলিংটনে দিনটা বেশ খারাপ গেল ভারতীয় ক্রিকেটের জন্য প্রথমে মহিলা দল, তারপর পুরুষদের দলও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত। নিউজিল্যান্ডের ২২০ রানের বিশাল লক্ষ্যমাত্রার সামনে ১৯.২ ওভার ব্যাট করে মাত্র ১৩৯ রানেই গুটিয়ে গেল ভারতীয় ইনিংস। ৮০ রানের বিশাল ব্যবধানে হার স্বীকার করতে হল। রেকর্ড বই বলছে টি২০ ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বড় পরাজয়।
অবশ্য টসের সময়ই পরিস্থিতিটা কঠিন করে নিয়েছিল মেন ইন ব্লুজ। মহিলাদের ম্যাচের সময়ই বোঝা গিয়েছিল উইকেট একেবারে পাটা। প্রচুর রান উঠতে পারে। কিন্তু তা সত্ত্বেও পঞ্চম ওডিআই-এর মতো এখানেও বিরুদ্ধ পরিবেশে খেলার চ্যালেঞ্জ নিয়েছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত সেই পরীক্ষাই ব্যর্থই হল রোহিত শর্মার ভারত।
টি২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ২০৭। সেখানে এদিনের লক্ষ্যমাত্রা ছিল ২২০। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত। মাত্র ১ রানেই ফিরে গিয়েছিলেন অধিনায়ক রোহিত। তারপর দ্বিতীয় উইকেটে শিখর (১৮ বলে ২৯) ও বিজয় শঙ্কর (১৮ বলে ২৭) সাময়িক ঝড় তুলেছিলেন। কিন্তু তাঁরা আউট হতেই যাওয়া-আসার লাইন পড়ে যায়।
এরই মাঝে কিছুটা চেষ্টা করলেন মহেন্দ্র সিং ধোনি (৩১ বলে ৩৯)। এছাড়া দুই অঙ্কের ঘরে রান পেলেন শুধু ক্রুণাল পাণ্ডিয়া (১৮ বলে ২০)। ঋষভ (১০ বলে ৪), কার্তিক (৬ বলে ৫), হার্দিক (৪ বলে ৪) - কেউ রান পেলেন না। শেষের তিন ব্যাটসম্যানের মিলিত রান ৩। একজন ব্যাটসম্যানের ব্যাট থেকেও ম্যাচ জেতানো ইনিংস না আসায় শেষ ওভারে ১৩৯ রানেই অলআউট হয়ে গেল ভারত।
দুর্দান্ত বল করলেন টিম সাউদি। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট নিলেন তিনি। এছাড়া কাগেলেইজ্ন, ফার্গুসন, স্যান্টনার, ইশ সোধি প্রত্যেকেই ২টি করে উইকেট পেলেন। ব্যাটে রান না পেলেও অভিষেক ম্যাচে ১ উইকেট পেলেন ডেরিল মিচেলও।
তার আগে ভারতীয় বোলিং-কে প্রায় ধ্বংস করেন নিউজিল্যান্ডের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট (৪৩ বলে ৮৪ রান)। তবে একবার ধোনি একবার কার্তিক তাঁর ক্যাচ ফেলায় তিনি দুইবার জীবন পান। তাঁর ইনিংসকে কেন্দ্র করে মুনরো (২০ বলে ৩৪) ও উইলিয়াসন (২২ বলে ৩৪) দুটি ঝোড়ো ৩০-এর ঘরের ইনিংস খেলেন। শেষ দিকে কাগেলেইজ্ন ৭ বলে অপরাজিত ২০ করে কিউইদের রানের পাহাড়ে তুলে দিয়েছিলেন।