For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিততে গেলে ভারতকে গড়তে হবে রেকর্ড ! সেইফার্টের বিধ্বংসী ইনিংসে নিউজিল্যান্ড গড়ল রানের পাহাড়

ওয়েলিংটনের প্রথম টি২০ ম্যাচে ভারতের বিপক্ষে ২২০ রান তুলল নিউজিল্যান্ড।
 

  • |
Google Oneindia Bengali News

এখনও অবধি টি২০আই ক্রিকেটে ভারত সর্বোচ্চ ২০৭ রান তাড়া করে জিতেছে। কিন্তু বুধবার (৬ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে গেলে ভারতকে করতে হবে ২২০ রান। টিম সেইফার্টের ৪৩ বলে ৮৪ রানে র বিধ্বংসী ইনিংসের পাশাপাশি মুনরো ও উইলিয়াসনের দ্রুত ৩০-এর ঘরের মরান ও কাগেলেইজ্ন ৭ বলে অপরাজিত ২০ করে কিউইদের রানের পাহাড়ে তুলে দেন।

ভারতের সামনে রেকর্ড লক্ষ্যমাত্রা

এদিন প্রথম ওভারে কিন্তু ভুবনেশ্বর মাত্র ৪ রান দিয়েছিলেন। কিন্তু তার পরের ওভারেই খলিলকে দুটি চার মেরে ছন্দটা পেয়ে যায় নিউজিল্যান্ড ওপেনাররা। একদিনের ক্রিকেটে কোনও ম্যাচেই ৫০ পার করতে না পারলেও এদিন প্রথম টি২০ ম্যাচে মুনরো (২০ বলে ৩৪) ও সেইফার্ট ৮৪ রান তুললেন।

মুনরো ফিরে গেলে তারপর কেন উইলিয়ামসন (২২ বলে ৩৪)-এর সঙ্গে আরও একটি ৪৮ রানের জুটি গড়েন সেইফার্ট। ১৩ ওভারের মাথায় দলের রান ১৩৪ যখন, আউট হন কিউই ওপেনার। তাঁর ৮৪ রানের ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৬টি ছক্কায়। বেশি রান দিলেও একটি দুর্দান্ত ইয়র্কারে তাঁর উইকেট ছিটকে দেন খলিল আহমেদ।

এরপর অভিষেককারী ডেরিল মিচেল অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ রান করেই বিদায় নেন তিনি। গায়েগায়েই আউচট হন কিউই অধিনায়কও। এতে কিন্তু কিউইদের রান তোলার গতিতে লাগাম লাগানো যায়নি। শেষ দিকে অলরাউন্ডার কাগেলেইজ্ন মেরে রানটাকে প্রাচয় ধরাছোঁয়ার বাইরে করে দেন।

২০ ওভারে ২২০ রান উঠলে বোলারদের সম্পর্কে আর বলার মতো কিছু পড়ে থাকে না। তবে আলাদা করে বলতেই হবে ভারতের ফিল্ডিং-এর কথা। এদিন প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ কিছু ক্যাচ ফেলল ভারত, যেগুলি নিতে পারলে ছবিটা অন্যরকম হতে পারত। এমনকী পঞ্চম ওভারে ক্রুণালের বলে ক্যাচ ফেললেন ধোনিও। সেই সময় কিউই ওপেনার ৩০-ও করেননি।

আবার ৭১ রানে সেইফার্ট-কেই আরও একটি জীবন দেন আউট ফিল্ডে থাকা কার্তিক। কার্তিক ফের একবার রস টেলরেরও ক্যাচ ফেলেন। তবে তার মধ্যে বাউন্ডারি লাইনে ডেরিল মিচেলের দুর্দান্ত ক্যাচও ধরেন।

English summary
New Zealand scored 220 in the 1st T20I match against India at Wellington.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X