For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হ্যামিল্টনে কি খেলবেন ধোনি - চোটের সর্বশেষ খবর, কী জানালো ভারতীয় টিম ম্যানেজমেন্ট

হ্যামিল্টনে নিউজিল্যান্ড বনাম ভারত ৪র্থ ওডিআই-এর আগে মহেন্দ্র সিং ধোনির হ্যামস্ট্রিং-এর চোটের সর্বশেষ খবর। 
 

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) হামিল্টনে নিউজিল্যান্ড বনাম ভারত একদিনের ম্য়াচের সিরিজের চতুর্থ ম্যাচে প্রাক্তন ভারত অধিনায়ক তথা উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি খেলবেন কিনা, তা ম্যাচের ২৪ ঘন্টা আগেও স্পষ্ট নয়। এই ব্যাপারে টসের আগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। বুধবার সেডন পার্ক স্টেডিয়ামের নেটে অবশ্য বাকি ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করেন ধোনিও।

ধোনির চোটের সর্বশেষ খবর, হ্যামিল্টনে খেলবেন কি

এর আগে গত ২৮ জানুয়ারি তৃতীয় একদিনের ম্যাচে প্রথম একাদশে ধোনিকে না দেখে বিস্মিত হয়েছিল ক্রিকেট মহল। তাঁর বদলে দীনেশ কার্তিককে উইকেটরক্ষক হিসেবে খেলায় ভারত। জানা গিয়েছিল হ্যামস্ট্রিং-এ তাঁর চোট রয়েছে। সেই কারণেই তিনি খেলতে পারেননি। তারপর মাঝে আরও দুটো দিন কেটে গেলেও তাঁর চোটের পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট দাবি করেছে, ধোনির চোট গুরুতর কিছু নয়। তিনি অনেকটাই সেড়ে উঠেছেন। তবু তাঁকে চতুর্থ ম্য়াচে খেলানো হবে কিনা সেই সিদ্ধান্তটা টসের আগের মুহূর্তের জন্য তুলে রেখেছে ভারতীয় দল।

দলের সূত্রে যেটা জানা যাচ্ছে, সিরিজ জেতার লক্ষ্য ইতিমধ্যেই পূরণ হয়েছে। ধোনির ফর্ম নিয়ে যে আশঙ্কার মেঘ জমা হয়েছিল, তা তিনি অস্ট্রেলিয়ার শেষ দুই ম্যাচ ও চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে দূর করেছেন। তাই বিশ্বকাপের আগে ধোনিকে নিয়ে ধুঁকি নিতে নারাজ দল। সামান্যতম চোট থাকলেও তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।

সেই ক্ষেত্রে তাঁর বদলে খেলবেন দীনেশ কার্তিক। তৃতীয় ম্যাচে কার্তিক ৫ নম্বরে নেমে ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৮ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়ে ফিরেছিলেন।

English summary
The update of the MS Dhoni hamstring injury before the 4th ODI between New Zealand and India in Hamilton.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X