For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#DhoniRetires-এর পাল্টা #DhoniNeverTires-এ সরগরম সোশ্যাল মিডিয়া, সরব সিএসকে

#DhoniRetires-এর পাল্টা #DhoniNeverTires-এ সরগরম সোশ্যাল মিডিয়া, সরব সিএসকে

  • |
Google Oneindia Bengali News

#DhoniRetires-এর পাল্টা #DhoniNeverTires-এ সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের একাংশ যখন এমএসের অবসর জল্পনা তুঙ্গে তোলার চেষ্টা করেছেন, তখন তার পাল্টা হিসেবে 'ধোনি ক্লান্ত হন না' বা 'ধোনি অবসর নেন না' সূচক মন্তব্যে ভরে গিয়েছে টুইটার। দেখে নেওয়া যাক সেই লড়াই।

ক্রিকেটে নেই ধোনি

ক্রিকেটে নেই ধোনি

গত বছরের জুলাইতে ভারতীয় দলের জার্সিতে শেষবার ২২ গজে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড হওয়া বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার কোনও ক্রিকেট ম্যাচ খেলেছিলেন মাহি। এরপরের ১০ মাস তাঁকে আর ক্রিকেটে দেখা যায়নি।

আইপিএলে প্রত্যাবর্তন!

আইপিএলে প্রত্যাবর্তন!

চলতি বছরের আইপিএলে ফের বাইশ গজে নামার কথা এমএস ধোনির। সেই মতো চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন মাহি। কিন্তু করোনা ভাইরাসের জন্য টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায়, সে গুড়েও বালি পড়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড

একে করোনা ভাইরাসের জেরে অচলাবস্থা, তার ওপর দীর্ঘদিন ধরে এমএস ধোনিকে বাইশ গজে না দেখে হয়তো যারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন তাঁর ফ্যানরা। নতুন কিছু করার লক্ষ্যেই হয়তো #DhoniRetires ট্যাগ তৈরি করে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের অবসরের জল্পনা তুলে দেন কিছু নেটিজেন। তা ভাইরাল হতেই আবেগতাড়িত হয়ে পড়েন ধোনি-প্রেমী জনতা। কার্যত কান্নাকাটি শুরু করে দেন তাঁরা। কেউ কেউ তো এখনই ধোনিকে চোখে হারাতে শুরু করেন।

সাক্ষীর প্রতিবাদ

সাক্ষীর প্রতিবাদ

ঘটনার তীব্র প্রতিবাদ করেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী সিং রাওয়াতের। কড়া ভাষায় লেখেন, তিনি বুঝতে পারছেন যে লকডাউন মানুষকে মানসিকভাবে অস্থিতিশীল করে তুলেছে। যাঁরা অবসর সংক্রান্ত খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন, তাঁদের নতুন জীবন খোঁজার বার্তা দিয়েছেন সাক্ষী। যদিও পরে নিজের সেই টুইট মুছেও দেন লেডি ধোনি।

এবার পাল্টা ট্রেন্ড

এবার পাল্টা ট্রেন্ড

#DhoniRetires-এর পাল্টা হিসেবে এবার #DhoniNeverTires ট্যাগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের একনিষ্ঠ অনুরাগীরা। যার মানে করলে দাঁড়ায় 'ধোনি ক্লান্ত হন না' বা'ধোনি অবসর নেন না'। এই হ্যাশ ট্যাগ ব্যবহার করে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে দুর্দান্ত পোস্ট করেছে তাঁর আইপিএল দল চেন্নাই সুপার কিংস।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক তকমা হারাবে ভারত! জবাব দিল বিসিসিআই২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক তকমা হারাবে ভারত! জবাব দিল বিসিসিআই

English summary
Now #DhoniNeverTires is trending on social media against #DhoniRetires
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X