For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা স...চিন, স...চিন মুহূর্ত, ৮ বছর আগে আজকের দিনে কী ঘটেছিল

ফিরে দেখা স...চিন, স...চিন মুহূর্ত, ৮ বছর আগে আজকের দিনে কী ঘটেছিল

  • |
Google Oneindia Bengali News

টাইম মেশিনে ৮ বছর পিছিয়ে গেলে আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন ক্রিকেটঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকল। ২০১২ সালে এশিয়া কাপের আসরে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ওডিআই ম্যাচটি খেলেন লিটল মাস্টার।

সচিনের শেষ ওডিআই ইনিংস

সচিনের শেষ ওডিআই ইনিংস

মীরপুরের শেরই বাংলা স্টেডিয়ামে সচিন তাঁর শেষ ওডিআই ইনিংসে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫২ রান হাঁকিয়েছিলেন। ১৩ বল বাকি থাকতে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সেই ম্যাচ জিতেছিল ভারত। ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ইনিংস সাজান সচিন।

সচিনের শেষ ম্যাচে বিরাটের কীর্তি

সচিনের শেষ ম্যাচে বিরাটের কীর্তি

কেরিয়ারের শেষ ওডিআই ম্যাচে যেন বিরাটের হাতে ব্যাটন তুলে দিয়েছিলেন লিটল মাস্টার। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে সচিনের এই শেষ ম্যাচে বিরাট কোহলি ১৮৩ রান হাঁকিয়েছিলেন। এটাই ওডিআই ক্রিকেটে এখনও পর্যন্ত বিরাটের সর্বোচ্চ ইনিংস।

 একনজরে সচিনের ওডিআই কেরিয়ার

একনজরে সচিনের ওডিআই কেরিয়ার

ওডিআই ক্রিকেটে সচিন ৪৬৩ ম্যাচে ৪৫২ ইনিংস ব্যাট করে ১৮৪২৬ রান হাঁকিয়েছেন। সর্বোচ্চ ২০০নটআউট থাকেন। ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার।

সব মিলিয়ে সচিনের ক্রিকেট কেরিয়ার একনজরে

সব মিলিয়ে সচিনের ক্রিকেট কেরিয়ার একনজরে

টেস্ট ও ওডিআই দুই ফর্ম্যাট মিলিয়ে সচিন ১০০টি শতরান হাঁকিয়েছেন। ২০০টি টেস্ট খেলে ১৫৯২১ রান রয়েছে। ৫১টি সেঞ্চুরি ৬৮টি হাফ সেঞ্চুরি রয়েছে সচিনের।

আন্তর্জাতিক কেরিয়ারে অবসর কবে

আন্তর্জাতিক কেরিয়ারে অবসর কবে

২০১২ সালে ১৮ মার্চ শেষ ওডিআই খেলার পর টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে গিয়েছিলেন সচিন। ২০১৩ সালে কেরিয়ারের ২০০তম টেস্ট ম্যাচ খেলে বাইজ গজকে বিদায় জানান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠ ওয়াংখেড়েতে ২০১৩ সালে ১৬ নভেম্বর ম্যাচ জিতে ব্যাট তুলে রাখেন ক্রিকেটঈশ্বর।

English summary
On this day, 8 years ago, Sachin Tendulkar played his last odi innings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X