For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশা ক্যাফে কাণ্ডে পাক খেলোয়াড়দের শাস্তির দাবি ইন্তিখাব আলমের

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ম্যাঞ্চেস্টারের শিশা ক্যাফেতে যাওয়া পাক ক্রিকেটারদের শাস্তি দেওয়া হোক।

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ম্যাঞ্চেস্টারের শিশা ক্যাফেতে যাওয়া পাক ক্রিকেটারদের শাস্তি দেওয়া হোক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এমনই দাবি রেখেছেন সেদেশের প্রাক্তন অধিনায়ক ইন্তিখাব আলম।

সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ফুটেজ দেখে রীতিমতো রেগে কাঁই হয়েছেন এই পাক কিংবদন্তী। তাঁর কথায়, ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যে খেলোয়াড়েরা রাত দুটো পর্যন্ত পার্টি করেন, তাঁরা পরের দিন পারফর্ম করবেন কী করে! ইমাদ ওয়াসিম, ইমাম উল হকের মতে জুনিয়ররা তো বটেই, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজের মতো সিনিয়র ক্রিকেটাররাও এতে জড়িত থাকায় হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন ইন্তিখাব।

শিশা ক্যাফে কাণ্ডে পাক খেলোয়াড়দের শাস্তির দাবি ইন্তেখাব আলমের

শিশা ক্যাফের ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে, যেখানে দেশের মানুষের আবেগ আষ্টেপিষ্টে জড়িয়ে থাকে, সেখানে খেলোয়াড়দের এহেন দায়িত্বজ্ঞানহীনতা ক্ষমা করা উচিত নয় বলেই মনে করেন ইন্তিখাব আলম। ওই পাক খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে, দৃষ্টান্তমূলক শাস্তি তাঁদের প্রাপ্য বলেই দাবি দেশের প্রাক্তন অধিনায়কের।

একই সঙ্গে বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হকের ইংল্যান্ডে থাকা নিয়েও আপত্তি তুলেছেন ইন্তিখাব আলম। তাঁর কথায়, নির্বাচকদের কাজ দল নির্বাচন করা। খেলা শুরু হওয়ার পর যাবতীয় সাফল্য-ব্যর্থতার দায় সম্পূর্ণ ভাবে দলের কোচ এবং অধিনায়কের উপর বর্তায়। সেখানে নির্বাচকদের কোনও কাজ নেই বলেই মনে করেন ইন্তিখাব আলম।

English summary
Pakistan Board should penalise cricketers who spotted at Shisha cafe, said Intikhab Alam.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X