For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর পর চারটি ম্যাচ জিতেও শেষরক্ষা করতে পারল না পাকিস্তান; বিশ্বকাপ ক্রিকেটে এমন নজির বিরল

এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মিরাকল কিছু করে দেখতে পারল না পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মিরাকল কিছু করে দেখতে পারল না পাকিস্তান। লর্ডসের মাটিতে দুরন্ত খেলে বাংলাদেশকে ৯৪ রানে হারিয়ে বিশ বছরের পুরোনো যন্ত্রণার বদলা তো নিল সরফরাজ আহমেদের দল, কিন্তু নিউজলিল্যান্ডকে নেট রান রেটে টপকে সেমি-ফাইনালে পৌঁছতে পারল না। প্রথম পাঁচটি ম্যাচে মাত্র একটি জিতে তিন পয়েন্ট পেয়ে খাবি খেতে থাকা পাকিস্তান তাদের শেষ চারটি ম্যাচ জিতলেও শেষরক্ষা করতে পারল না। লিগ পর্যায়ে ১১ পয়েন্টে শেষ করে পঞ্চম হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা।

পর পর চারটি ম্যাচ জিতেও শেষরক্ষা করতে পারল না পাকিস্তান

১৯৯২ বিশ্বকাপে একই পরিস্থিতি থেকেও সেমি-ফাইনালে পৌঁছয় পাকিস্তান

তবে, পর পর চারটি ম্যাচে জিতেও নক-আউটে পৌঁছতে না পারাটা সত্যিই দুর্ভাগ্যজনক। অতীতেও অনেক দল বিশ্বকাপে প্রথমে খারাপ খেললেও পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানের কথাই ধরা যাক। সেবারেও প্রথম পাঁচটি খেলায় জঘন্য ফল করার পরেও শেষ তিনটি ম্যাচ জিতে সেমি-ফাইনালে পৌঁছে যায় ইমরান খানের দল এবং শেষমেশ বিশ্বকাপটিও জিতে ফেলে।

২০১৫-র বিশ্বকাপে পর পর চারটি ম্যাচে জিতে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান

এমনকি, ২০১৫ সালের বিশ্বকাপেও গরুপের প্রথম দু'টি ম্যাচে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হওয়ার পরেও পরের চারটি ম্যাচে জিম্বাবোয়ে, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় মিসবা-উল-হকের দল।

১৯৯৯ এবং ২০০৩-এর বিশ্বকাপে ভারতও কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছিল

১৯৯৯ সালের বিশ্বকাপেও ভারতের একই পরিস্থিতি ছিল। গরূপে প্রথম দু'টি খেলায় দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের কাছে হেরে মহম্মদ আজহারউদ্দিনের দল প্রায় কোমায় চলে গেলেও তারপর কেনিয়া, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নেয়।

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং কেনিয়াতে অনুষ্ঠিত বিশ্বকাপেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতের অবস্থাও একই হয়েছিল। প্রথম ম্যাচে কোনওরকমে হল্যান্ডকে হারালেও পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে কচুকাটা হয় ভারত। দেশজুড়ে প্রচণ্ড নিন্দামন্দ শুরু হলে ভারতীয় দল ঘুরে দাঁড়াতে শুরু করে এবং পর পর আটটি ম্যাচ জিতে ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়। যদিও ফাইনালে তারা ফের অস্ট্রেলিয়ার কাছে গো-হারা হারে।

English summary
Pakistan couldn’t make semi-finals despite winning 4 consecutive games
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X