For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত ক্রিকেট খেলার জন্য সুরক্ষিত নয় বলে দাবি পিসিবি প্রধানের

পাকিস্তানে যে ক্রিকেট খেলার উপযুক্ত পরিবেশ রয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ আয়োজন করে তাঁরা তা প্রমাণ করেছেন বলে দাবি পিসিবি প্রধান এহসান মানির।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানে যে ক্রিকেট খেলার উপযুক্ত পরিবেশ রয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ আয়োজন করে তাঁরা তা প্রমাণ করেছেন বলে দাবি পিসিবি প্রধান এহসান মানির। একই সঙ্গে ভারতকেও একহাত নিতে ছাড়েননি প্রাক্তন আইসিসি প্রধান। কথা বলেছেন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভার ও টেস্ট

শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভার ও টেস্ট

২০০৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কার ক্রিকেট দলের বাসের কাছে জঙ্গি হামলার পর থেকে সেদেশে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। ১০ বছর পর সেই শ্রীলঙ্কার সঙ্গেই দেশের মাটিতে সীমিত ওভার ও টেস্ট ম্যাচ খেলে পাকিস্তান দল। এই সিরিজ চলাকালীন কোনও নাশকতামূলক ঘটনা ঘটেনি।

করে দেখিয়েছে পাকিস্তান

করে দেখিয়েছে পাকিস্তান

পাকিস্তানে খেলতে যাওয়ার আগে সেদেশে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে একাধিকবার ভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিভিন্ন মহল থেকে পাকিস্তানে দল পাঠানোর জন্য শ্রীলঙ্কাকে নিষেধও করা হয়। তা সত্ত্বেও পাকিস্তানে ক্রিকেট খেলতে যায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। সবকটি ম্যাচ শান্তিপূর্ণভাবে আয়োজন করে বিশ্বের দরবারে পাকিস্তান জবাব দিয়েছে বলে দাবি পিসিবি প্রধান এহসান মানির। তাঁর কথায়, প্রমাণ হয়েছে পাকিস্তানে ক্রিকেটের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে।

রাজি হবে বাংলাদেশে

রাজি হবে বাংলাদেশে

২০২০-র জানুয়ারিতে বাংলাদেশকে তাদের দেশে খেলতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে তাদের দেশে গোলাপি বলের টেস্ট খেলার জন্যও আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও জবাব না এলেও পাকিস্তান-বাংলাদেশ ক্রিকেট সিরিজ আয়োজন নিয়ে আশাবাদী পিসিবি প্রধান এহসান মানি।

বরং ভারত অসুরক্ষিত

বরং ভারত অসুরক্ষিত

পাকিস্তানে ক্রিকেট খেলার পরিবেশ থাকলেও ভারতে সেই অবস্থা নেই বলে মনে করেন পিসিবি প্রধান এহসান মানি। তাঁর কথায়, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শুরু হওয়া বিক্ষোভ, অশান্তির জেরে ভারতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়।

English summary
PCB chief claims that India is not secure to host cricket match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X